বড়সড় বদল আনতে চলেছে SBI, প্রভাব পড়বে আপনার লেনদেন ও সেভিংস অ্যাকাউন্টে

ভারতে (India) যবে থেকে ডিজিটাল ইন্ডিয়ার রমরমা হয়েছে ততই দাপট বেড়েছে বিভিন্ন ফিনটেক সংস্থার। মাঝখানে তাদের দাপট এতটাই বেড়েছিল যে, ধরে নেওয়া হচ্ছিল ফিনটেক সংস্থাই ব্যাঙ্কিংয়ের ভবিষ্যত। কিন্তু পরবর্তী সময়ে ব্যাঙ্কগুলোও তাদের সাথে প্রতিযোগিতায় নামে। আর এবার দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক SBI হাত মেলাতে চলেছে বিভিন্ন ফিনটেক সংস্থার সাথে।

জানা যাচ্ছে ব্যবসায়িক কৌশল, নীতি নির্ধারণের জন্য কোনও বহিরাগত পরামর্শদাতা নিয়োগ করতে চাইছে SBI। আর সেই জন্য এবার আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন সংস্থাকে। সেইসমস্ত সংস্থা SBI এর অভ্যন্তরীণ ব্যবসায়িক ইউনিট এবং সার্কেল টিমের সাথে মিলে নয়া পরিকাঠামো ব্যবস্থা তৈরি করতে চলেছে। আগামী ১ বছরের মধ্যেই প্রক্রিয়াটি সম্পূর্ন করতে চায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি।

স্টেট ব্যাঙ্কের এক আধিকারিক এই পদক্ষেপ সম্পর্কে জানান যে, ‘‘এখনকার বাজারের দিকে যদি দেখেন, দেখবেন একই আমানতের জন্য এখন প্রতিযোগিতা আগের তুলনায় আরও বেশি। এমন পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক তাদের অফারগুলি অন্যদের থেকেও ভাল রাখতে চাইছে।’’

আসলে এখন ব্যাঙ্কিং ক্ষেত্রে আমানতের সংখ্যা যেমন হ্রাস পেয়েছে তেমনই ঋণের চাহিদা ক্রমাগতভাবে বাড়ছে। আর এই ক্ষেত্রে বিভিন্ন সংস্থা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য আমানতের উপর সীমিত সময়ের অফার ঘোষণা করেছে। এদিকে প্রচলিত ব্যাঙ্কগুলোতে আমানতের ওপর সুদের হার বেশ কম। তাই গ্রাহকরা বিনিয়োগের অন্য মাধ্যম খুঁজে নিয়েছেন।

শুধু তাই না, ডিজিটালাইজেশনের ফলেও চাপ বেড়েছে বিভিন্ন প্রচলিত ব্যাঙ্কের ওপর। গ্রাহকরা এখন ডিজিটাল মাধ্যমেই বেশি স্বাচ্ছন্দ্য হয়ে গিয়েছেন। সেটা আমানত রাখা হোক বা লেনদেন ডিজিটালাইজেশনের দিকেই ঝুঁকেছেন গ্রাহকরা। SBI তাই নিজেদের অফার এবং প্রকল্পগুলি পুনর্বিবেচনার জন্য কোনো ফিনটেক সংস্থাকে এই দায়িত্ব দিতে চায়।

sbi money

SBI ডিজিটাল ক্ষেত্রে নিজেদের গ্রাহক বাড়ানোর নতুন সমস্ত পন্থা অবলম্বন করে সমস্ত পদ্ধতি ডিজিট্যাল করতে চেয়েছে। আর ডিজিট্যাল ক্ষেত্রের গ্রাহকদেরও নিজেদের দিকে আকৃষ্ট করতে পুরো ব্যাঙ্কিং ব্যাবস্থাকে পুনরায় ডিজাইন করতে চায়।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button