অল্প সময়ে টাকা ডবল করার সুবর্ণ সুযোগ! SBI-র এই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলেই লাখপতি

ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) নিয়ে এবার সকলে নজর কাড়ল ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। আপনি জানলে অবাক হবেন, ৫ লক্ষ বিনিয়োগ করে আপনিও পেয়ে যেতে পারেন ১০ লক্ষ টাকা! হ্যাঁ এমনই দারুণ সুযোগ দিচ্ছে SBI। সঠিক সময়ে সঠিক বিনিয়োগ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি সুপারহিট স্কিম এনেছে।

এসবিআইয়ের সিনিয়র সিটিজেনস টার্ম ডিপোজিট স্কিমে বিনিয়োগ আপনার অর্থ দ্বিগুণ করতে পারে। ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের আওতায় ৭.৫০% হারে সুদ রিটার্ন দিচ্ছে। আপনি যদি অন্যান্য মেয়াদের কথা বলেন তবে এফডিগুলি ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের জন্য উপলব্ধ, যার উপর সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৭.৫০% পর্যন্ত রাখা হয়েছে।

এই প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিকরা ৫০ বিপিএসের অতিরিক্ত সুবিধা পান। এখানে বলে রাখা ভালো, আপনি যদি ১০ বছরের জন্য এই স্কিমে অর্থ বিনিয়োগ করেন তবে আপনার অর্থ সরাসরি দ্বিগুণ হয়ে যেতে পারে। ধরুন আপনি যদি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে চান, তাহলে ১০ বছর পর আপনি ১০ লক্ষ টাকা পেয়ে যাবেন। মোট বিনিয়োগ ৫,০০,০০০ টাকা হয় তাহলে সেই বিনিয়োগের ওপর ব্যাঙ্ক আপনাকে ৭.৫% সুদের হার দেবে।

এই বিনিয়োগের সময়কাল হবে ১০ বছর। বিনিয়োগের পরিমাণ হবে ৫ লক্ষ টাকা। সুদ রিটার্ন পাবেন ৫,৫১,১৭৫ টাকা। তাহলে সর্বশেষে আপনি মোট রিটার্ন পেয়ে যাবেন ১০,৫১,১৭৫ টাকা।  অর্থাৎ আপনার টাকা দ্বিগুণেরও বেশি হবে। সুদ থেকে সরাসরি সাড়ে পাঁচ লক্ষ টাকা মতো সুবিধা আপনি পেয়ে যাবেন। আপনি অনলাইনে Yono অ্যাপের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে শাখায় গিয়ে এই FD বুক করতে পারেন।