মিলবে মোটা টাকা বেতন! অজস্র শূন্যপদে নিয়োগ করছে SBI, এভাবে করুন আবেদন

এবার চাকরী প্রার্থীদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এসেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)। তারা এবার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সংশ্লিষ্ট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র স্পেশ্যাল একজিকিউটিভ-সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। তাহলে চলুন জেনে নিন কীভাবে, কোথায় কবে আবেদন করবেন।

কতদিন পর্যন্ত আবেদন করা যাবে : আগামী ৩০ শে সেপ্টেম্বর অবধি আবেদন করা যাবে। ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন।

মোট কত শূন্যপদ রয়েছে : এক্ষেত্রে মোট ৭১৪ টি শূন্যপদের জন্য নিয়োগ করবে স্টেট ব্যাংক। পুরো নিয়োগই হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র স্পেশাল একজিকিউটিভ পদের জন্য।

বয়সসীমা: সাধারণ প্রার্থীরা ৩৫ বছর বয়স পর্যন্ত এই কাজে আবেদন করতে পারেন। যদিও শ্রেণী বিশেষে ৩৮ বছর থেকে ৪০ বছর বয়সেও আবেদন করা সম্ভব।

আবেদন ফি : জেনারেল এবং ওবিসি বিভাগের প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন ফি দিতে হবে। SC/ST দের ক্ষেত্রে কোনো আবেদন ফী রাখা হয়নি এক্ষেত্রে।

পরীক্ষা পদ্ধতি: প্রার্থীদের মেধা তালিকার ভিত্তিতে তফাৎ নির্বাচন করা হবে। তারপর তাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে ফাইনাল মেধা তালিকা প্রস্তত করা হবে।

কীভাবে আবেদন করা হবে : প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in/careers যেতে হবে। সেখানে নিজেদের মেল আইডি ইত্যাদি সহযোগে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রার্থীদের নিজেদের সমস্ত ডকুমেন্ট সেখানে আপলোড করতে হবে।

sbi bank

নথিপত্র আপলোড করার পর প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে। ব্যাস তাহলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ন হবে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button