উৎসবের মরশুমে বড় উপহার SBI, PNB-র! হোম লোনে দিচ্ছে বিরাট ছাড়, অনেকটাই কমে গেল সুদ

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ হয়েছে। এদিকে একদম দোরগোড়ায় কড়া নাড়ছে দীপাবলি থেকে শুরু করে ভাইফোঁটা, ধনতেরস। এই উৎসবের আবহে কম বেশি সকলেই একটু কেনাকাটি করতে ভালোবাসেন। অনেকেই আছেন যারা উৎসবের সময়ে ভালো ভালো জামাকাপড় কিনতে ভালোবাসেন, আবার অনেকেই আছেন যারা বাড়ি, গাড়ি কিনতে ভালোবাসেন।

   

কিন্তু গাড়ি, বাড়ি কেনা তো আর সবসময়ে মুখের কথা নয়। যাদের কাছে টাকা আছে তাঁরা দ্রুত কিনে নিতে পারেন, কিন্তু যাদের কাছে নেই তাদের অগত্যা ব্যাঙ্কের দ্বারস্থ হতেই হয় বৈকি। এদিকে মানুষের চাহিদার কথা মাথায় রেখে ফেস্টিভ সিজনে একের পর এক আকর্ষনীয় কিছু অফার নিয়ে এসে সকলকে চমকে দেয় ব্যাঙ্কগুলি। এবারও তার ব্যতিক্রম ঘটল না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) এবং ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda) দারুণ কিছু অফার আনল। আপনিও জেনে নিন…

প্রথমেই আসা যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) কথায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরা ৮.৭ শতাংশ হারে গাড়ি ঋণ নিতে পারবেন। এই উৎসবের মরসুমে ব্যাঙ্ক গাড়ি ঋণ গ্রহীতাদের প্রসেসিং ফি এবং ডকুমেন্টেশন চার্জ থেকে অব্যাহতি দিচ্ছে। যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে হোম লোন নিতে চান তারা প্রাথমিকভাবে ৮.৪% হারে গৃহঋণ নিতে পারেন। এর ওপর কোনো প্রসেসিং ফি বা ডকুমেন্টেশন চার্জও নিচ্ছে না ব্যাংকটি। আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটে গিয়েও হোম লোনের জন্য আবেদন করতে পারেন।

অন্যদিকে দেশের বৃহত্তর রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় বিশেষ অফার ক্যাম্পেইন ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে শুরু হয়েছে, যা চলবে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।  এই ক্যাম্পেইনের আওতায় স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা টার্ম লোনের সুদের হারে কঠোর ছাড় পেতে পারেন। তবে এই ডিসকাউন্ট কত হবে তা নির্ভর করবে আপনার ক্রেডিট স্কোর কত তার ওপর। আপনার ক্রেডিট স্কোর যত ভাল হবে, সুদের হারের উপর ছাড় তত বেশি হবে। সুদের হারে ৬৫ বেসিস পয়েন্ট অর্থাৎ ০.৬৫ শতাংশ পর্যন্ত ছাড় দেবে ব্যাংকটি।

bank man

ব্যাঙ্ক অফ বরোদার বিশেষ ফেস্টিভ্যাল ক্যাম্পেইন ফিলিং অফ ফেস্টিভ্যাল উইথ বিওবি-র আওতায় গ্রাহকদের দেওয়া হচ্ছে জোরালো ছাড়। ক্যাম্পেইনটি চলবে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এই ক্যাম্পেইনের আওতায় গৃহ ঋণের সুদের হার ৮.৪ শতাংশ থেকে শুরু হচ্ছে। ভাল বিষয় হল যে ব্যাঙ্ক এটির উপর কোনও প্রসেসিং ফি নিচ্ছে না। শুধু তাই নয়, গ্রাহকরা প্রাথমিকভাবে ৮.৭ শতাংশ হারে গাড়ি ঋণ নিতে পারবেন। ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদেরও এই বিষয়ে কোনও প্রসেসিং ফি দিতে হবে না।