স্থায়ী আমানত (Fixed Deposit) এর ওপর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India) আবারো তাদের সুদের (Interest) হার বাড়িয়েছে। 2 কোটি টাকার কম স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার 20 বেসিস পয়েন্ট পর্যন্ত বেড়েছে। ফলে এবার থেকে আপনি আপনার আমানতের ওপর আরো বেশি সুদ পাবেন।
15 অক্টোবর থেকে নয়া সুদের হার কার্যকর হয়েছে। প্রসঙ্গত এই নিয়ে টানা দুই মাসে দ্বিতীয়বার সুদের হার বেড়েছে ।
দেখে নিন কত দিনের মেয়াদে কিরকম সুদ পাবেন আপনি :-
মেয়াদ সুদের হার
7 থেকে 45 দিন : 3%
46 থেকে 179 দিন : 4%
180 থেকে 210 দিন : 4.65%
211 থেকে 1 বছর : 4.70%
1 বছর থেকে 2 বছর : 5.60%
2 বছর থেকে 3 বছর : 5.65%
3 বছর থেকে 5 বছর : 5.80%
5 বছর থেকে 10 বছর : 5.85%
আগে কম সুদ পাওয়া গেলেও এবার মুদ্রাস্ফীতির মত সমস্যার সাথে লড়াই করতে এবং দেশীয় অর্থনীতিতে সচল রাখতে রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India)। আর সেই কারণে অন্যান্য ব্যাংকগুলিও তাদের সুদের হার বাড়িয়ে চলেছে।