উৎসবের মরশুমে গ্রাহকদের বড় ঝটকা দিল SBI, এখুনি জেনে নিন নাহলে পড়বেন বিপদে

এমনটা যে হতে চলেছে সেটা আমরা আগেই জানিয়েছিলাম। রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) রেপো রেট বাড়ানোর পর থেকে একের পর এক ব্যাংক নিজেদের লোনকে অনেক দামি করেছে। এবার একই পথে হেঁটেছে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই (State Bank of India)। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে RBI রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর পর থেকে ব্যাংকগুলো তাদের ঋণকে ব্যয়বহুল করে চলেছে।
এবার SBI এর সাইট থেকে প্রাপ্ত তথ্যানুসারে ব্যাংক তাদের এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট (EBLR) এবং লোন রেট RLLR ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই নতুন সুদের হার বৃদ্ধির ফলে EBLR রেট হয়েছে ৮.৫৫ শতাংশ এবং RLLR হয়েছে ৮.১৫ শতাংশ। শনিবার থেকে এই নয়া দর কার্যকর হচ্ছে।
বাড়তে চলেছে আপনার EMI এর খরচ : সমস্ত ব্যাংকই তাদের EMI কে দামী করে দিয়েছে। লেটেস্ট ডেটা অনুযায়ী ব্যাংক অফ ইন্ডিয়ার সুদ হয়েছে ৮.৭৫ শতাংশ, ICICI ব্যাংকের সুদ ৯.৬০ শতাংশ। তাছাড়া HDFC ব্যাংক তাদের হোম লোনের ক্ষেত্রে সুদের হার ০.৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে রিজার্ভ ব্যাংক চলতি বছরের মে মাস থেকে মোট চারবার রেপো রেট বাড়িয়েছে। গতকাল অর্থাৎ ৩০ শে সেপ্টেম্বর শুক্রবার, রিজার্ভ ব্যাঙ্ক চতুর্থবার রেপো রেট বৃদ্ধির ঘোষণা করে। বর্তমানে RBI এর রেপো রেট রয়েছে ৫.৯০ শতাংশ। আর তার ফলে দেশীয় সমস্ত ব্যাংক মে মাস থেকে মোট ৭ বার তাদের সুদের হার বাড়িয়েছে।
গত মাসকে ধরলে এই নিয়ে টানা আট মাস দেশের খুচরা বাজারে মুদ্রাস্ফীতির হার RBI নির্ধারিত লক্ষ্যসীমার ওপরে রয়েছে। গত মাসে প্রকাশিত মুদ্রাস্ফীতির পরিসংখ্যান দেখলে জানা যায় যে, আগস্টে মাসে ৭ শতাংশে পৌঁছেছে মুদ্রাস্ফীতি।
প্রসঙ্গত জানিয়ে রাখি যে, একই সময়ে জুন মাসে এই রেট ছিল ৭.০১ শতাংশ, মে মাসে ৭.০৪ শতাংশ এবং এপ্রিলে ৭.৭৯ শতাংশ। এদিকে সরকার মুদ্রাস্ফীতির হার ২ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করার সর্বাত্মক চেষ্টার পরও তা লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। আসলে সারাবিশ্বের মুদ্রাস্ফীতির প্রভাব পড়ছে ভারতের ওপর, তাই সিদ্ধান্ত RBI এর।