ফ্রিতে ৩০ লক্ষ টাকা বীমা সহ ঋণে ৫০% ছাড়! বাম্পার দারুণ অফার SBI-র, এভাবে নিন সুবিধা

কয়েকদিন আগেই ATM এবং চেক উইথড্রল নিয়ে বড়সড় পরিবর্তন আনে এসবিআই (State Bank of India)। সেখানে গ্রাহকদের চিন্তা বেড়েছে বেশ খানিকটা। কিন্তু SBI তে স্যালারি অ্যাকাউন্ট থাকলে বিরাট সুবিধা মিলবে। দেখে নিন কী কী সুবিধা পাবেন আপনি। (সমস্ত তথ্য পাওয়া গিয়েছে Sbi.co.in থেকে) স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে বেসরকারী ব্যাঙ্ক গুলোকে টক্কর দিতেই এই সুবিধা এনেছে SBI।
১) সুবিধা মিলবে শিক্ষাঋণ, গৃহঋণের ওপর : SBI তে স্যালারি অ্যাকাউন্ট থাকলেই ঋণের ক্ষেত্রে বেশী সুবিধা পেয়ে যাবেন। বিশেষ করে লোনের প্রসেসিং ফি বাবদ যে টাকা ব্যয় করতে হয় তাতে ৫০% ছাড় মিলবে গ্রাহকদের। এছাড়া গৃহঋণের বিষয়েও ছাড় মিলবে।
২) মিলবে ওভারড্রাফটের সুবিধা : সাধারণত বেসরকারী ব্যাঙ্ক এই সুবিধা দিলেও SBI এর স্যালারি অ্যাকাউন্টে আপনি দু’মাসের বেতন সমান ওভারড্রাফট পেতে পারেন।
৩) লকার খোলায় মিলবে বিশেষ ছাড় : SBI তে স্যালারি অ্যাকাউন্ট থাকলে মিলবে বিশেষ ছাড়। সেভিংস অ্যাকাউন্টের তুলনায় ২৫% ছাড় পাবেন আপনি।
৪) ফ্রী ডেবিট কার্ড : এছাড়া রয়েছে বিনামূল্যের ডেবিট কার্ডের সুব্যবস্থা। এছাড়া অটো সুইপ ফেসালিটি এবং ফি চেকের মতো এক্সক্লুসিভ সুবিধাও পেয়ে যাবেন।
৫) দুর্ঘটনাজনিত বীমা : সাধারণ গ্রাহকদের থেকে বেশী সুবিধা মেলে দুর্ঘটনাজনিত বীমার ক্ষেত্রে। একেবারে ২০ লক্ষ টাকা দেয় দুর্ঘটনা হলে। এছাড়া দুর্ঘটনায় মৃত্যু হলে মিলবে ৩০ লাখ টাকার কভার!