ধামাকা অফার SBI-র! ৪০,০৮৮ টাকার সুবিধা দিচ্ছে ব্যাঙ্ক! সরাসরি অ্যাকাউন্টে হবে ট্রান্সফার

রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) রেপো রেট বাড়ানোর পর থেকেই সারাদেশের সমস্ত ব্যাংক (Bank) তাদের সুদের (Interest) হার বড় পরিমাণে বাড়িয়েছে। স্টেট ব্যাংকও (State Bank of India) সুদের হার বাড়িয়েছে বেশ পরিমাণে। কিন্তু বিগত দু’মাসে সুদের হারে কোনো পরিবর্তন হয়নি, এবার স্টেট ব্যাংক তাদের সুদের হারে বাড়িয়েছে অনেকখানি।

বিগত দুই মাসে স্টেট ব্যাংক কোনো সুদের হার বাড়ায়নি। কিন্ত এবার স্টেট ব্যাংক ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে রেপো রেট। অর্থাৎ সুদের হার এবার বাড়ছে ২.৫%। গত বুধবারই ব্যাংকের কর্মসূচিতে এই খবর জানানো হয়েছে।

সুদের হার বাড়ানোর পর থেকে ৪০০ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বেড়ে হয়েছে ৭.১%। ১৫ ফেব্রুয়ারি থেকে বর্ধিত সুদের হার লাগু হয়েছে। স্টেট ব্যাংক একইসাথে এও জানিয়েছে যে, আগামী ৩১শে মার্চ পর্যন্ত উপলব্ধ থাকবে এই সুদের হার।

উল্লেখ্য ২ কোটি টাকা পর্যন্ত স্থায়ী আমানতের ওপর নতুন সুদের হার লাগু হবে। ৩১শে মার্চ পরবর্তী সময়ে সুদের হারে পরিবর্তন আসতে পারে। বিভিন্ন অংকের ক্ষেত্রে এবং বিভিন্ন সময়ের হিসেবে অবশ্য সুদের হারে পরিবর্তন রয়েছে। আসুন আপনাদের জানিয়ে দিই যে, কীভাবে ৪০ হাজার ৮৮৮ টাকার ফায়দা নিতে পারবেন আপনি।

sbi shares 1659927602064 1659927602273 1659927602273

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার বিশেষ স্কিমের সুদের হার বাড়িয়েছে। আপনি যদি ৫ লক্ষ টাকা জমা করেন, তাহলে আপনি ম্যাচুরিটির পরে ৫ লাখ ৪০ হাজার ৮৮ টাকা পাবেন। উল্লেখ্য, এতে আপনি সুদ হিসাবে ৪০ হাজার ৮৮ টাকা পাবেন। এটি আপনার নির্দিষ্ট আয়। আপনি যেকোনো শাখার মাধ্যমে এই সুবিধা পেতে পারেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button