স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) হল ভারতের (India) বৃহত্তম সরকারি ব্যাঙ্ক (Bank)। নিজেদের গ্রাহককে ধরে রাখতে প্রায়শই কিছু না কিছু নিয়ম আনে এই ব্যাঙ্ক। দেশের সিংভাগ মানুষের অ্যাকাউন্ট (Savings Account) এই ব্যাঙ্কেই থাকে। তবে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন একটি নিয়ম রয়েছে যে সম্পর্কে দেশের খুব কম মানুষই জানেন। ফলে আপনারও যদি দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)- অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। হুট করে আপনার অ্যাকাউন্ট থেকেও কিন্তু টাকা ডেবিডেট হয়ে যেতে পারে।
আসলে এসবিআইয়ের নিয়ম অনুযায়ী, যে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়, সেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকেও চার্জ কেটে নেওয়া হয়। ক্যাশ ডিপোজিট মেশিন থেকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে এই চার্জ ধার্য করা হয় বলে জানিয়েছে ব্যাঙ্ক। এসবিআইয়ের বেশিরভাগ এটিএম মেশিনে নগদ জমা দেওয়ার মেশিন রয়েছে।
ব্যাঙ্কের পাশাপাশি আপনি এতেও নগদ টাকা জমা দিতে পারবেন। আপনি নিজের ব্যাঙ্কের কোনো শাখায় না গিয়ে তাৎক্ষণিক আপনার অ্যাকাউন্টে অর্থ জমা করতে চাইলে এই মেশিনটি ব্যবহার করতে পারেন। এজন্য খেয়াল রাখতে হবে, আপনি যে টাকা জমা দিচ্ছেন তার নোট যেন পরিষ্কার থাকে। নোট ছিঁড়ে গেলে বা পুরানো হলে এটিএম মেশিন তা কিন্তু গ্রহণ করবে না।
আসুন আপনিও জেনে নিন যে কীভাবে অতি সহজেই এই মেশিন থেকে ডিপোজিট করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে। তবে ২৫ টাকা বা তার বেশি ডিপোজিট চার্জও কেটে নেওয়া হয়। পরিমাণ অনুযায়ী এই চার্জ বাড়তে পারে। একই সময়ে, প্রতি লেনদেনের সীমা ৪৯,৯০০ টাকা। আপনি এই মেশিন থেকে আপনার পিপিএফ, আরডি এবং লোন অ্যাকাউন্টে নগদ জমা করতে পারেন। এটিএম মেশিনে শুধুমাত্র ১০০ টাকা, ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট গ্রহণ করা হয়।