বাড়িয়ে দিল সাধারণ মানুষের খরচ! কোটি কোটি গ্রাহকদের বড় ঝটকা দিল SBI

এসবিআই (State Bank of India) এর ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহারকারীদের জন্য বড়সড় খবর সামনে এসেছে। রিজার্ভ ব্যাংকের (Reserve Bank Of India) তরফে রেপো রেট বাড়ানোর পর থেকে ঋণ নেওয়া যেমন ব্যয়বহুল হয়ে পড়েছে তেমনই ঋণের সমস্ত ক্ষেত্রই দামী হয়েছে। এবার স্টেট ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে বাড়ি ভাড়া মেটানোর ক্ষেত্রে প্রসেসিং ফি বাড়িয়েছে।
স্টেট ব্যাংকের তরফে এই নিয়ে ম্যাসেজ পাঠানো হয়েছে গ্রাহকদের। এবার থেকে গ্রাহকদের বাড়ি ভাড়া মেটানোর সময় ৯৯ টাকা+ট্যাক্সের পরিবর্তে ১৯৯ টাকা+ট্যাক্স দিতে হবে। আগামী ১৭ মার্চ থেকে লাগু হবে নতুন সুদের হার।
পূর্বে ক্রেডিট কার্ড থেকে ভাড়া মেটানোর সময় কোনো অতিরিক্ত টাকা না লাগলেও গত নভেম্বর মাসে সেই নিয়মে পরিবর্তন করা হয় ব্যাংকের তরফে। ৯৯ টাকা প্রসেসিং ফি এবং ১৮% GST এর লাগানো হয় সেসময়। এবার ১০০ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করেছে ব্যাংক।
বাকি ব্যাংক কত সুদ নেয়?
- ICICI Bank : ২০ অক্টোবর থেকে ICICI ব্যাংক তাদের প্রসেসিং ফি বাড়িয়ে ১% করেছে। ।
- HDFC Bank : HDFC ব্যাংকও মোট লেনদেনের পরিমাণের ওপর ১% ফি চার্জ করে।
- Kotak Mahindra Bank : এক্ষেত্রে ব্যবহারকারীদের মোট রাশির ১% + GST দিতে হবে।
- Bank Of Baroda : এক্ষেত্রেও ১% প্রসেসিং ফি দিতে হবে গ্রাহকদের।