স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India) তাদের গ্রাহকদের জন্য বড়সড় তথ্য জানিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি তাদের গ্রাহকদের সতর্ক করেছে এবার। ব্যাংকের তরফে জারি করা লেটেস্ট আপডেটে বলা হয়েছে, ভুল করেও ফোনে নিজের গুরুত্বপূর্ন তথ্য সেভ করবেন না। সাথে অজানা লিংক থেকে অ্যাপ ডাউনলোড করতেও বারণ করা হয়েছে ব্যাংকের তরফে।
স্টেট ব্যাংকের তরফে গ্রাহকদের সতর্ক করার জন্য ট্যুইটও করা হয়েছে। ব্যাংক জানিয়েছে যে, ভুল করেও নিজের গুরুত্বপূর্ন এবং ব্যক্তিগত তথ্য কারো সাথে ভাগ করবেননা। অজানা লিংক থেকে অ্যাপ ডাউনলোড করা থেকেও বিরত থাকুন। অ্যাপ ইন্সটল করার প্রয়োজন হলে জন্য গুগল প্লে স্টোর অথবা Apple App Store থেকেই ডাউনলোড করার নির্দেশ দিয়েছে SBI।
সাথে স্টেট ব্যাংক এও জানিয়েছে, নিজের DOB, ডেবিট কার্ড নম্বর, ইন্টারনেট ব্যাংকিং আইডি এবং পাসওয়ার্ড, ডেবিট কার্ডের পিন, CVV এবং OTP কারো সাথে শেয়ার না করতে। শুধু তাই না, সেগুলোকে মোবাইলে সেভ করতেও বন্ধ করেছে তারা। অজানা লিংক অথবা ইমেলে ক্লিক করা থেকেও বিরত থাকতে নির্দেশ দিয়েছে ব্যাংক।
We advise our customers to be alert of fraudsters and not to share any sensitive details online or download any app from an unknown source.#StaySafe #StaySecure #BeAlert #CyberSecurity #CyberSafety #SBIAapkeSaath pic.twitter.com/YyTEUGNSKR
— State Bank of India (@TheOfficialSBI) January 19, 2023
সাথে, এসবিআই-এর নামে যারা কল করছেন তাদের থেকেও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে ব্যাংক। কারণ প্রতারকরা অনেক সময়ই SBI বা RBI কর্মচারী, সরকারি অফিসার অথবা পুলিশ হিসেবে ফোন করে গ্রাহকদের তথ্য চুরি করেছে। অনেক সময় তারা আবার KYC করার নামে তথ্য চুরি করে নিচ্ছে।