নিজেদের ৬৭ তম প্রতিষ্ঠা দিবসে গ্রাহকদের ৬ হাজার করে টাকা দিচ্ছে SBI, কীভাবে পাবেন?

এবার হঠাতই ইন্টারনেট জুড়ে ভাইরাল হচ্ছে স্টেট ব্যাংক (State Bank of India) সম্পর্কিত এক তথ্য। জানা যাচ্ছে এবার নাকি নিজেদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দরাজ হস্তে দান শুরু করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাও আবার ২-৫০০ টাকা নয়, একেবারে ৬০০০ টাকা গ্রাহকদের দিচ্ছে তারা।

ভাইরাল এক বার্তা থেকে পাওয়া গিয়েছে এরকমই এক খবর। আর তাই দেখে অনেকের চক্ষু চড়কগাছ। সোশ্যাল মিডিয়াতে আপাতত ধুম মাচিয়ে দিয়েছিল ওই ভাইরাল বার্তা। কিন্তু কতটা সত্যি সোশ্যাল মিডিয়াতে হু হু করে ছড়িয়ে পড়া সেই বার্তা?

গ্রাহকদের সতর্ক করতে এবার স্টেট ব্যাংক নিজেই ট্যুইট করেছে সেই নিয়ে। SBI নিজেরা জানায় যে, তারা এরকম কোনো অফার এর ঘোষনা করেনি এখনো। গ্রাহকদের সুবিধার্থে নিত্যনতুন দুর্দান্ত অফার নিয়ে এলেও এই ৬,০০০ টাকা দেওয়ার রিপোর্ট সম্পূর্ন ভুয়ো।

স্টেট ব্যাংকের তরফে এও সূচনা জারি করা হয়েছে যে, এরকম অনেক প্রলোভন দেখিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করে টাকা ছিনিয়ে নিচ্ছে প্রতারকরা। এরকমই চোখ ধাঁধানো অফার দেখে অনেকেই নিজেদের ব্যক্তিগত তথ্য শেয়ার করে দেন ঠগিদের সাথে। আর সেখান থেকেই আপনার অ্যাকাউন্ট কখন ফাঁকা হয়ে যাবে তা বুঝতেও পারবেন না।

কী বলা হচ্ছে ওই ভাইরাল বার্তায় : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক বার্তায় প্রতারকরা জানায় যে, নিজেদের ৬৭ তম প্রতিষ্ঠা দিবস হিসেবে SBI সবাইকেই ৬,০০০ টাকা করে দিচ্ছে। কিন্তু সেইজন্য কিছু প্রশ্নের উত্তর দিতে হয় গ্রাহকদের। ৬,০০০ টাকা পেতে গ্রাহকদের জানাতে হবে গ্রাহকের নাম, ঠিকানা, আধার নাম্বার এমনকি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আর ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য পর্যন্ত হাতিয়ে নিচ্ছে স্ক্যামাররা।

sbi money

তবে আপনার কাছেও এইরকম কোনো বার্তা এলে ভুল করেও সেই জালে পা দেবেন না। শীঘ্রই জানান SBI কর্তৃপক্ষকে। এক্ষেত্রে আপনি Phishing@sbi.co তে ইমেলের মাধ্যমেও জানাতে পারেন নিজের অভিযোগ।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button