চাহিদা এতটাই যে মুহূর্তে বিক্রি হয়ে যায়! কম পুঁজিতে এই ব্যবসা শুরু করে আয় করুন মোটা টাকা

বেশ কিছু সময় ধরে ব্যাবসার (Business) দিকে মানুষের ঝোঁক ক্রমশ বেড়েছে। লকডাউনের পর এই গ্রাফ যেন নিজের গতিতে লাফিয়ে লাফিয়ে উঠেছে। কিন্তু ব্যবসা শুরু করার রয়েছে অনেক ঝামেলা ঝক্কি। কারো কাছে মূলধনের অভাব তো কারো কাছে নেই ভালো ব্যাবসায়িক আইডিয়া। আজ আমরা আপনাদের এই দুই সমস্যা দূর করেই নিয়ে এসেছি এক অভূতপূর্ব ব্যাবসায়িক আইডিয়া।

সহজেই ব্যবসা শুরু করে লাভ পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি থেকে। তবে কীসের ব্যবসা শুরু করার কথা বলছি আমরা? আসলে আমরা আজ স্টেশনারি দ্রব্যের কথা বলতে চলেছি। আজকাল খুবই লাভদায়ক হতে পারে আপনার এই নতুন ব্যবসা।

প্রায়ই স্কুল, কলেজের আশেপাশে দোকানে একটু খেয়াল করলেই দেখা যায় গিজগিজে ভিড়। এই দোকান গুলোতে বিশেষ কিছু জিনিস রাখলে খদ্দের জুটবে আরো বেশি। বিশেষত কলম, পেন্সিল, নোটপ্যাড, কপি, বই, ডায়েরি ইত্যাদি স্টেশনারি পণ্য দারুণ চলে বাজারে।

সকল শ্রেণীর মানুষের মনোযোগ এখন শিক্ষার দিকে ফলে এই সমস্ত প্রোডাক্টের চাহিদা কখনই কমবে না। এছাড়াও নিজের লাভের পরিমাণ বাড়ানোর জন্য আপনি বিয়ের কার্ড, উপহার কার্ড ইত্যাদিও রাখতে পারেন। তাই এবার থেকে বাজারে চাহিদা দেখে ও কম খরচে ব্যবসা শুরু করতে চাইলে আপনার দ্বিতীয়বার চিন্তা না করে একেবারে স্টেশনারি ব্যবসাতেই নামা উচিত।

এটি এমন একটি ব্যবসা, যেখানে খুবই কম বিনিয়োগে বিরাট মুনাফা কামাবেন আপনি, কারণ এই ব্যবসায় লাভের অঙ্কও নেহাত কম নয়। এছাড়া পুরনো শ্লোক গুলোও এবিষয়ের প্রকৃষ্ট প্রমাণ। বিখ্যাত জ্যোতির্বিদ খনা বলেছেন যে, “যদি চলে মনোহারী কে করবে জমিদারি।”

কিন্তু ব্যবসা শুরু করার আগে দেখে নিন কত বিনিয়োগ করতে হবে আপনাকে : প্রাথমিকভাবে আপনাকে অন্তত ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করতেই হবে। এবার যদি আপনি বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তাহলে সেখানে লাভের পরিমাণও বাড়বে আপনার।

indian rupee money a

উপযুক্ত স্থান কী হতে পারে : এই ব্যবসায় দেখে নিতে হবে বিশেষ কিছু জিনিস। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে খুললে ব্যবসা জলদি ফুলেফেঁপে উঠবে। এছাড়াও দোকানে মজুত রাখতে হবে দেশীয় পণ্য, কারণ দেশীয় পণ্যে আয় বেশি হয়। আর সব থেকে বেশি গুরুত্তপূর্ণ হলো শপ অ্যান্ড এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট’-এর অধীনে নিবন্ধন করা, ব্যবসায় ইচ্ছুক ব্যাক্তিরা আর দেরি না করে শুরু করুন নিজের dream business আর হয়ে উঠুন আত্মনির্ভর।।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button