মাত্র ২৫ হাজারের মেশিন দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতিদিন হবে ১ হাজার টাকা আয়

আজকাল ব্যবসা (Business) শুরু করতে কে না চায়, কিন্তু যদি আপনার কাছে বিনিয়োগ করার টাকাই না থাকে, তাহলে কি করবেন? চিন্তা নেই সেই উপায় নিয়েই এসেছি আমরা। যারা স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান, তাহলে আমাদের এই প্রতিবেদন পড়তে থাকুন।
আজকাল দেশে বেশ বিখ্যাত হয়েছে MBA পাশ চাওয়ালা বা PSC কোয়ালিফায়েড লোকদের সিঙ্গাড়া বিক্রির ঘটনা। মানুষও এইসমস্ত ব্যাপার দারুণ পছন্দ করে কারণ, তারা বিশ্বাস করে যে একজন MBA পাস শিক্ষার্থী বা PSC কোয়ালিফায়েড প্রার্থীরা তাদের খাবারের গুণমান এবং স্বাস্থ্যবিধির ক্ষেত্রে সম্পূর্ণ যত্ন নেবেন। এই মার্কেটে আপনিও বেশ রোজগার করে নিতে পারেন।
দেশে এখন ওয়েস্টার্ন ফুডের চল বেড়েছে। তাই এই সুযোগে আপনিও বেশ ভালো মুনাফা কামিয়ে নিতে পারেন ওই সমস্ত খাবার বিক্রি করে। শুরুতে আপনি ম্যাগি এবং পাস্তার দোকান খুলতে পারেন। সমস্ত বয়সের মানুষেরই দারুণ পছন্দ এই খাবার। কিন্তু শুরু করবেন কিভাবে ?
এক্ষেত্রে আপনাকে বিরাট বিরাট শেফ বা LPG এর বড় সিলিন্ডার কিনতে হবে না শুরুতেই। শুধুমাত্র FANLAI নামক একটি কুকিং মেশিন নিয়ে এলেই হলো। বিশ্বের অনেক দেশেই এই যন্ত্রটি বেশ বিখ্যাত হয়ে উঠেছে। ভারতের বিভিন্ন বড় শহর, শপিং মল এবং পর্যটন স্থানেও দেখা যাচ্ছে এটি। এই মেশিনের সাথে একটি ফোল্ডিং ক্যানোপি টেন্টও কিনতে হবে আপনাকে।
মোট কত বিনিয়োগ করতে হবে : FANLAI কুকিং মেশিনের দাম প্রায় 15000 টাকা, আর ফোল্ডিং ক্যানোপি টেন্টের দাম 10000 টাকার আশেপাশে। এছাড়া সাজ সরঞ্জাম, বসবার আসবাবপত্রও কিনতে হবে আপনাকে। ইলেক্ট্রিক এবং দোকানের জন্য আনুষঙ্গিক সামান্য কিছু খরচ করতে হবে শুরুতে। সব মিলিয়ে 1 লক্ষ টাকার আশেপাশেই আপনি দারুণ ব্যাবস্থা করে নিতে পারেন। এই ব্যবসায় প্রতিদিন 1 হাজার টাকা বা তাঁর বেশি রোজগার হবে আপনার।
খরচ তো জেনে গেলেন এবার মাত্র 1 লাখেই নিজের নতুন ব্যবসা শুরু করে উপার্জনের পথে এগিয়ে যান। ভালো কোনো জায়গায় দোকান খুলতে চাইলে অবশ্য কিছু টাকা দিতে হবে। এছাড়া ইলেক্ট্রিক না থাকলে আপনাকে জেনারেটর এর পিছনেও কিছুটা খরচ করতে হতে পারে। সেক্ষেত্রে অবশ্য খরচের পরিমান কিছুটা বাড়বে।