চাকরির চিন্তা ছেড়ে সামান্য টাকায় বাড়িতে বসে শুরু করুন এই ব্যবসা, হবে বাম্পার আয়

নিজেদের চাকরি জীবনের এক ঘেঁয়েমি কাটিয়ে অনেকেই এখন চাকরি ছেড়ে অথবা চাকরির সাথে ব্যাবসা (Business) শুরু করেছেন। এর সাথে কেন্দ্রের বিভিন্ন স্কিম সামনে আসায় আনন্দে আত্মহারা স্টার্টআপ শুরু করতে চাওয়া তরুণ তরুণীরা। ব্যাবসা শুরু করার এর চেয়ে ভালো সময় আর কিছু হতে পারেনা। তাই চলুন দেখে নিই কি ব্যবসা শুরু করতে পারেন আপনারা।
ব্যাবসা অনেকেই শুরু করতে চান। কিন্তু বেশিরভাগ মানুষের সমস্যা হল যে, তারা জানেন না কী ব্যবসা শুরু করলে লাভের মুখ দেখবেন। আবার অনেকের কাছে পুঁজি একটা সমস্যার বিষয়। কিন্তু আমরা আজ যে স্টার্টআপের ব্যাপারে বলতে চলেছি সেখানে আপনি খুবই কম খরচে শুরু করতে পারেন নিজের ব্যাবসা। তবে শুধু আজ নয়, ভবিষ্যতেও যাতে এই ব্যবসা আরো বেড়েই চলে সেইদিকে নজর রেখে এগোতে হবে।
আপনি নিজের বাড়িতে বসেও এই স্টার্টআপ শুরু করতে পারেন। আজকাল ছোট আউটডোর এবং ইনডোর প্ল্যান্ট বসানোর প্রবণতা অনেকখানি বেড়ে গেছে। এই গাছগুলো সুদৃশ্য হওয়ার পাশাপাশি বেশ উপকারী! আপনি এবার এই গাছ গুলোর ব্যবসা করে নিজের ব্যবসা শুরু করতে পারেন। তবে প্রথমেই শুরু করাটা একটু অসুবিধাজনক মনে হলেও পরে দারুণ মুনাফা অর্জন করবেন আপনি।
আপনি যদি এই উদ্ভিদ সম্পর্কে তথ্য জোগাড় করে লোকেদের গাছ সম্পর্কে সমস্ত সুবিধা এবং অসুবিধাগুলি বলতে পারেন, তাহলে আপনি দারুণ ব্যবসা করে নিজে পারেন কম সময়ের মধ্যেই। বড় বিল্ডিংয়ে অনেক ফ্ল্যাট রয়েছে আর আপনি তাদের বাড়িতে এই ধরনের গাছপালা লাগাতে পারেন! এক্ষেত্রে আপনি দুই ভাবে রোজগার করতে পারেন।
১) গাছ লাগিয়ে তার খরচ নিতে পারেন।
২) এছাড়া প্রতি মাসে গাছগুলির সেবাশুশ্রূষা করেও আয় করতে পারেন।
এইভাবে আপনি একদম কম বাজেটেও দারুন নার্সারি খুলতে পারেন।