ব্যবসা শুরু করে প্রতি মাসে আয় করুন এক লাখ টাকা! সবার ঘরেই চাহিদা রয়েছে এই পণ্যের

আপনিও কি নিজের নতুন ব্যবসা (Business) শুরু করার কথা ভেবেছেন? তাহলে আমাদের আজকের প্রতিবেদন আপনাকে বেশ সাহায্য করতে পারে। আজ আমরা এখানে এমন। এক ব্যাবসার কথা বলতে চলেছি যেখান থেকে প্রতি মাসে মোটা রোজগার গ্যারান্টি। চলুন আপনাদের জানাই কি এই ব্যবসা।

ভারতের মানুষের নোনতা খাবারের প্রতি আলাদাই ঝোঁক রয়েছে। এমতবস্থায় আপনি এই ব্যবসা শুরু করেও দারুণ ফায়দা নিতে পারবেন। বিভিন্ন রকম স্ন্যাকস বিক্রি করে শুরু করুন নিজের ব্যাবসা। প্রথম দিন থেকেই লাভ এর মুখ দেখতে পাবেন। এরপর ইচ্ছে হলে আরো বেশি বিনিয়োগ করে ব্যবসার বহর কিছুটা বাড়িয়ে নেওয়া সম্ভব।

এই ব্যবসা শুরু করতে মোটামুটি ৩০০ থেকে ৫০০ বর্গফুট জায়গার প্রয়োজন পড়ে। সেখানেই আপনি ব্যাবসার জন্য প্রয়োজনীয় প্ল্যান্ট স্থাপন করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন ব্যাবসা এগিয়ে নিয়ে যেতে চাইলে আপনাকে FSSAI থেকে রেজিস্ট্রেশন এবং ফুড লাইসেন্স নিতে হবে।

ব্যবসা শুরুর জন্য প্রথমেই আপনাকে কাঁচামাল স্টক করে রাখতে হবে, তবেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন। কাঁচামাল বলতে আপনার ব্যবসাতে প্রয়োজনীয় তেল, ডাল, আলু, বেসন, চীনাবাদাম এবং মশলা লাগবে। এবার সেখান থেকে আপনি নোনতা খাবার তৈরি করতে পারেন। এছাড়াও তৈরি করার জন্য আপনাকে একটি মেশিনও কিনতে হবে।

1297533 namkeen resize

কত খরচ হতে পারে: এই পুরো ব্যবসা শুরু করতে আপনার খরচ ২ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হতে পারে। একবার এই বিনিয়োগ করে দিলেই আপনি ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত লাভ ওঠাতে পারবেন। যদি আপনি ব্যবসা শুরুতে ৬ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে সহজেই ১ লাখ ৮০ হাজার টাকা আয় করতে পারবেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button