স্টার জলসা, জি বাংলার মধ্যে ধুন্ধুমার! আউট জগদ্ধাত্রী, এই সপ্তাহের TRP টপার কে?

এমন কোনও বাড়ি নেই যেখানে টিভিতে বাংলা সিরিয়াল (Television Show) চলে না। অনেক মানুষই আছেন যারা সিরিয়াল দেখতে ভালোবাসেন। আবার অনেকেই আছেন যারা সিরিয়াল দেখতে না পেলে দিনটা যেন কাটবেই না এমন ভাব করেন। বিশেষ করে বাড়ির মা, কাকিমারা। সিরিয়াল তাঁদের চাইই।

এদিকে কোন সিরিয়াল কত নম্বরে রয়েছে, সেই টিআরপি (Target rating point) তালিকা প্রতি বৃহস্পতিবার প্রকাশিত হয়। এই সপ্তাহে শীর্ষে থাকা সিরিয়ালগুলি আগামী সপ্তাহেও শীর্ষে আসবে এমন কোনও গ্যারান্টি নেই। প্রতি সপ্তাহেই নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। তেমনই আজও প্রকাশিত হল সিরিয়ালের TRP তালিকা। আর যা দেখে সকলের চোখ একপ্রকার উপড়ে উঠে গিয়েছে। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমনটাও হতে পারে।

বিগত কয়েক মাস ধরে টিআরপির (Target rating point) নিরিখে হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছিল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল জগদ্ধাত্রী এবং স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া। তবে এই সপ্তাহের চিত্রটা অন্যরকম। একপ্রকার ছিটকে গেল জগদ্ধাত্রী। সিরিয়ালগুলিতে যত সময় এগোচ্ছে ততই নতুন নতুন মোড় নিচ্ছে। একপ্রকার টানটান উত্তেজনা কাজ করছে। অনুরাগের ছোঁয়ায় যেন সেকেন্ডে সেকেন্ডে ট্যুইস্ট আসছে। ফলে শীর্ষে সেই রয়েছে।

তবে এবারে কিছুটা ধাক্কা খেয়েছে আরও এক বিখ্যাত সিরিয়াল জগদ্ধাত্রী। এই সিরিয়াল একপ্রকার এক ধাক্কায় টিআরপি তালিকায় ৪ নম্বরে নেমে এসেছে। এদিকে টেক্কা দিয়েছে তোমাদের রানী সিরিয়াল। এই সিরিয়ালটি একদম নতুন শুরু হয়েছে স্টার জলসায়। এই সপ্তাহে টিআরপি তালিকায় সেরা ‘অনুরাগের ছোঁয়া’।  অন্যদিকে দু নম্বরে নিজের জায়গা করে নিয়েছে ‘ফুলকি’, এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.৩। এছাড়া তিন নম্বরে উঠে এসেছে পর্ণা-সৃজনের ‘নিম ফুলের মধু’।