TRP-তে সেরা থাকতে মোক্ষম চাল! স্টার জলসার এই সিরিয়াল যা করল, ভাবতে পারছে না দর্শকরা

জনপ্রিয়তার একদম শীর্ষে রয়েছে স্টার জলসা (Star Jalsha) বিখ্যাত মেগা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। যত সময় করছে ততই এই সিরিয়ালে টুইস্টের পর টুইস্ট আসছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফের একবার একসঙ্গে সংসার করতে শুরু করেছে দীপা ও সূর্য সঙ্গে রয়েছে তাদের দুই মেয়ে সোনা ও রূপা।

   

যদিও এই মেগা সিরিয়ালের অন্যতম শক্তিশালী চরিত্র মিশকাকে নিয়ে দীপা ও সূর্যের জীবনে সুখ এসেও যেন আসছে না। মিশকার কালো ছায়া যেন দুজনের পিছুই ছাড়ছে না। এই সিরিয়ালের পরতে পরতে বড় রকমের টুইস্ট দেখা যাচ্ছে। বর্তমান সময়ে  সন্তানের পিতৃপরিচয় নিয়ে সিরিয়ালের জোরদার টানাপোড়েন শুরু হয়েছে। এদিকে মিশকার বিরুদ্ধে সব রকম তথ্য-প্রমাণ পেয়েছে দীপা একপ্রকার মিশকার সব রকম ষড়যন্ত্র সকলের সামনে ফাঁস করে দিয়েছে।

তারপরেও জানো সূর্য ও দীপার জীবনের শান্তি ফিরছে না কিছুতেই। এরই মাঝে সেনগুপ্ত পরিবারে হইহয় কান্ড ঘটে গেল। সকলেই যেন ভুল পাল্টে ফেলল। অস্বস্তিকর পরিবেশকে একটু হালকা করতে সেনগুপ্ত পরিবারের একের পর এক সদস্য একটি আলাদা রূপেই সকলের সামনে ধরা দিলেন। তবে সব থেকে বেশি সকলের নজর কেড়েছেন সূর্য-র ভাই জয় ওরফে প্রারব্ধি সিংহ। তাকে দর্শক একপ্রকার চিনতেই পারছে না।

prarabdhi singha

তিনি সকলের সামনে এমন একটি সাজের সকলের সামনে দিয়েছেন যা দেখে সকলের চোখ একপ্রকার কপালে উঠেছে। তাকে দেখলে বলিউড থেকে টলিউডের যেকোনও হিরোইন লজ্জা পাবে। লাল শাড়ি এবং খোলা চুলে তাকে যথেষ্ট মোহময়ী দেখাচ্ছে। জয় এক প্রকার মিশকার রূপ ধরেছে। এই বিশেষ চরিত্র প্রসঙ্গে প্রারব্ধি জানিয়েছেন, “গল্পের জন্যই মিশকা সাজা আমার। বাড়ির বাচ্চারা খুব ভয় পেয়ে আছে। কারণ, তারা জানতে পেরেছে মিশকা জেল থেকে ছাড়া পেয়েছে। তখনই ওদের বোঝাতে দীপা, আমি আর সূর্য মিলে একটা নাটক করছি। তাই জন্যই এই সব সাজ। আমার বেশ ভালই লেগেছে। এই প্রথম নিজেকে এমন অন্য ভাবে দেখলাম তাই আরও ভাল লাগছে।”