গাঁটছড়া, মিঠাইয়ের পর বাংলার নতুন টপার! TRP তালিকায় বাজিমাত স্টার জলসার এই সিরিয়ালের

বর্তমানে কিছুটা যেন পড়ে গিয়েছে ধারাবাহিকের চল। বেশ কয়েক সপ্তাহ ধরে TRP নিম্নমুখী। তবে এই সপ্তাহে কিছুটা হলেও ঊর্ধ্বমুখী সেই গ্রাফ। কিন্তু প্রথম স্থান লড়াইয়ের খেলা এবার জমে উঠেছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেখানে। হঠাৎই সকলকে চমকে দিয়ে পয়লা নম্বরে উঠে এল আলতা ফড়িং।
গত সপ্তাহে যেখানে পাঁচ নাম্বারে ছিল এই ধারাবাহিক, এখন ৭.৮ স্কোর নিয়ে রয়েছে প্রথমে। তবে মিঠাইকে সরাতে পারেনি তারা। যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে মিঠাই এবং আলতা ফড়িং। প্রথম স্থানে যেরকম হাড্ডাহাড্ডি লড়াই় চলছে দ্বিতীয় স্থানেও সেই একই রকম ব্যাপার। ৭.৭ নাম্বার নিয়ে দ্বিতীয়স্থানেও যুগ্মভাবে রয়েছে গাঁটছড়া এবং গৌরী।
এরপর তিন নম্বর স্থানে রয়েছে লালন-ফুলঝুরি। প্রথম এবং দ্বিতীয় স্থানে যেখানে পার্থক্য নেই বললেই চলে সেক্ষেত্রে তৃতীয় স্থানে অবশ্য অনেকটাই কম নাম্বার রয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৭.৪। এরপর ৪ নাম্বারে আছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। তবে আরেক জনপ্রিয় সিরিয়াল মন ফাগুন এর পারফরম্যান্স খুবই খারাপ। তাদের প্রাপ্ত নাম্বার মাত্র ৬.৬।
দর্শকদের জন্য আমরা দিলাম সেরা দশের তালিকা
প্রথম স্থান- ১) আলতা ফড়িং (৭.৮)
২) মিঠাই (৭.৮)
দ্বিতীয় স্থান- ১) গাঁটছড়া (৭.৭)
২) গৌরী এলো – (৭.৭)
তৃতীয় স্থান- ধুলোকণা (৭.৪)
চতুর্থ স্থান- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৭)
পঞ্চম স্থান- মন ফাগুন (৬.৬)
ষষ্ঠ স্থান- উমা (৬.৫)
সপ্তম স্থান- ১) এই পথ যদি না শেষ হয় (৫.৭)
২) অনুরাগের ছোঁয়া (৫.৭)
অষ্টম স্থান- খেলনা বাড়ি (৫.৫)
নবম স্থান- আয় তবে সহচরী- (৫.২)
দশম স্থান- লালকুঠি- ৪.৮