‘ওর স্বামী কী টম ক্রুজ!” সুদীপার কটাক্ষের জবাব পাল্টা তুলোধোনা শ্রীলেখা মিত্রর

জি বাংলার ‘রান্নাঘর’ শোয়ের সঞ্চালিকা সুদীপা (Sudipa Mukhopadhyay) এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। তার অহঙ্কারী মনোভাবের কথাও মানুষের অজানা নয়। সম্প্রতি সুইগি ডেলিভারি বয়ের ফোন করা নিয়ে সুদীপার একটি পোস্ট ঘিরে বিতর্ক বেশ তুঙ্গে উঠেছিলো। যদিও পরবর্তীকালে সেই পোস্ট তিনি ডিলিট করে দেন, তবে ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে।
তার পোস্টের স্ক্রীনশট ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছে নেট নাগরিকরা। বাদ যায়নি অভিনেত্রী শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra)। তার পোস্টের স্ক্রীন শট শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন “উদ্ধত অসভ্য এই মহিলা!” সেই পোস্টটিও বেশ ভাইরাল, এবং তা নজর এড়ায়নি সুদীপার।
এই নিয়ে নিজের মতামত শেয়ার করে সুদীপা যা বলেন তাতে অনুশোচনা বা নিজেকে শোধরানোর কোনো ইচ্ছে তো প্রকাশ পায়ইনি, উলটে অহঙ্কার ঝলকে পড়ছে যেন। সুদীপার কথায়, শ্রীলেখা নাকি তার পরিবারের ওপর নজর রাখেন। তার স্বামী তাকে কী উপহার দিচ্ছেন সেই খবরও পৌঁছে যায় শ্রীলেখার কাছে।
এখানেই শেষ নয়, সঞ্চালিকা আরো জানান যে, শ্রীলেখা দেখা হলে বলতেন- ‘তোমার বর তো আবার ঋতু ছাড়াও কোন নায়িকাকে চোখেই দেখতে পারে না। কিন্তু তাঁর কথায় আমি পাত্তা দিচ্ছি না দেখেই এখন আমি খারাপ হয়ে গেলাম।’ এরপরেই সঞ্চালিকা বলেন, ‘আমার স্বামী আমায় কি উপহার দিল তাতে ওর কি? উনি কি নজর রাখেন আমাদের ওপর? নাকি ওঁর আমার স্বামীর প্রতি দুর্বলতা আছে?’
এই কথা শ্রীলেখার কানে পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি। সুদীপ্তার এই মন্তব্যের পালটা জবাব দিয়ে অভিনেত্রীও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। শ্রীলেখার জবাব, “সম্প্রতি একটা ইউটিউব কনটেন্ট দেখছি যেখানে কিসব আজেবাজে কথা লিখেছেন সুদীপা। বলেছেন ওর স্বামীর প্রতি নাকি আমার দুর্বলতা আছে! হ্যাঁ মানতাম যে ট্রম ক্রুস এসেছেন, তাহলে তার প্রতি আমার একটা দুর্বলতা আসতে পারে।”
এখানেই শেষ নয়, এরপর শ্রীলেখা বেশ হাসিমুখে কটাক্ষ শানিয়ে বলেন, “আমার মনেহয় ওই মহিলার ভাবতে লাগে আমার স্বামীকে কেউ চাইছে। বা ভাবছে, বা স্বপ্ন দেখছে। তাঁর এটা ভুল ধারণা। কিন্তু তাঁর যদি এটা ভেবে আনন্দ হয়, ভালো লাগে তাহলে আমি আর কী বলবো! আনন্দে থাকুক। আমি ওনার কিছু জানি না, ওকে তো অনেক আগে থেকেই চিনতাম তখন তো এটা ছিল না। হঠাৎ করে মানুষ অনেক কিছু পেয়ে হয়তো মাথা ঘুরে গেছে, মাথা খারাপ হয়ে গেছে।’ অভিনেত্রীর এই বক্তব্যের ভিডিও বর্তমানে বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।