পুরনো স্মৃতি! প্রসেনজিতের সঙ্গে ছবি পোস্ট করলেন শ্রীলেখা, ফের স্বজনপোষণ নিয়ে দিলেন খোঁচা

বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে মুখরা নামেই পরিচিত শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সম্প্রতি তিনি নিজের অভিযোগের তীরে বিঁধেছিলন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। এবার এখন প্রসেনজিৎ-র সাথেই নিজের পুরনো ছবি শেয়ার করলেন তিনি। রবিবার প্রসেনজিৎ আর তার অভিনীত ‘অন্নদাতা’ সিনেমার কিছু ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।
যদিও শ্রীলেখা মিত্রর এই পদক্ষেপ অনেকের কাছেই অভাবনীয় ছিল। কারণ নিজের এক পুরনো সাক্ষাৎকারে শ্রীলেখা অভিযোগ করেন যে, তার মধ্যে নায়িকা হওয়ার সমস্ত গুণ থাকার পরেও তিনি সুযোগ পাননি। বার বার সেই সুযোগ গিয়েছে ঋতুপর্ণার কাছে। আর সেই নিয়ে ক্ষোভের শেষ নেই তার।
এদিকে এবার সেই ‘স্বজন পোষণকারী’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথেই নিজের ছবি পোস্ট করেন বর্ষীয়ান অভিনেত্রী। তাছাড়া তিনি এও জানান যে, তাদের অন্নদাতা ছবি বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছিল। আর এই ছবিগুলো আসলে তাকে পাঠিয়েছেন প্রসেনজিৎ-র ভাইয়ের স্ত্রী। নিজেকে ছবিতে দেখতে ভালো লাগছে বলেই পোস্ট-ও করেন তিনি।
পুরনো ছবিগুলোতে এখনকার মতো বয়স্ক বৃদ্ধা কাকিমা লাগছে না শ্রীলেখা মিত্রকে, সেখানে তাকে সদ্য যৌবনে পা দেওয়া কোমল, কামিনীকাঞ্চনা, কটিকে সুস্পর্শা অসূর্য্যস্পশ্যা বঙ্গললনাকে দেখে মনে পড়ে পুরনো দিনের কথা। তাই তিনি পোস্ট করেন এইসমস্ত ছবিগুলো।
যদিও এখনও নায়িকার ক্ষোভ রয়ে গেছে প্রসেনজিৎ-র ওপর। অন্নদাতা সুপারহিট হয়, কিন্তু তারপর আর একসাথে কোনো ছবি করা হয়নি তার। ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি তার অনুরাগীদের থেকে জানতে চান তখন তাকে দেখতে ভালো লাগছিল কিনা? শুধু তাই না, তিনি দর্শকদের এও বিচার করতে বলেন যে, তিনি যে স্বজনপোষণের অভিযোগ এনেছিলেন সেটা কি খুব ভুল কিছু?
সোশ্যাল মিডিয়াতে ভালোই অ্যাকটিভ থাকেন অভিনেত্রী। সেখানেই দর্শকদের থেকে রায় জানতে চেয়েছেন তিনি। বর্তমানে তিনি ‘এবং ছাদ’-এর পর নিজের অন্থোলজি সিরিজের নতুন শর্ট ফিল্মের শ্যুটিং করতে চলেছেন। তার পরের সিনেমায় নায়িকা থাকবেন পার্ণো মিত্র।