‘মাইকে চিৎকার করে হরিনাম সংকীর্তন চলছে”, ফেসবুকে ফুঁসে উঠলেন শ্রীলেখা!

সোশ্যাল মিডিয়া (Social Media) আজকাল প্রচারে এক অন্যতম বড় হাতিয়ার হয়ে ওঠেছে। আর অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) তো যেন সোশ্যাল মিডিয়াতেই বেঁচে আছেন। রাজনীতি থেকে শুরু করে নানান গুরুত্বপূর্ন বিষয়ে বরাবরই নিজের মতামত ফলাও করে জানান অভিনেত্রী। ঠোঁটকাটা ভাবমূর্তিও বানিয়ে ফেলেছেন সেখানে, ভয় পাননা কোনো সমালোচলনাকে।
এর আগেও অনেকবার সোশ্যাল মিডিয়াতে নিজের সমস্যার কথা তুলে ধরেছেন তিনি। সম্প্রতি তার করা পোস্ট বেশ বিতর্কের সৃষ্টি করেছে। তিনি লিখেছেন, ‘পাড়ায় মাইকে গত ৫/৬ দিন ধরে চিৎকার করে হরিনাম সংকীর্তন চলছে…. অসুস্থ রোগীও থাকতে পারে আশেপাশে বা অন্য ধর্মের মানুষ, এসব নিয়ে বলা মানে হিন্দু ধর্মকে ছোট করা নয় আশা করি সেটা পরিষ্কার।’
সাথে নিজের হয়ে সাফাই দিয়ে তিনি লিখেছেন, তিনি কোনো ধর্মের বিরুদ্ধে নন আর ভালবাসা সব ধর্মের উর্দ্ধে। শ্রীলেখা বলেন এমনিতেই বিষয়টা স্পর্শকাতর। উপরন্তু মানুষ ধর্মের নামে অন্ধ হয়ে উঠেছে। অনেককে অবশ্য নিজের পাশে পেয়েছেন তিনি।
তবে এই প্রথম নয় যে, তিনি হিন্দু ধর্মের বিরুদ্ধে স্বরভারী করেছেন। দিওয়ালির সময় বাজি ফাটানোর বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। তার দাবী ছিল শব্দহীন বাজি ফাটাতে। সেবারেও ভালই বিতর্ক তৈরী হয়। আর তারপর একবার ফেসবুক থেকে সাময়িক বিদায় নেন অভিনেত্রী।
উল্লেখ্য, রাজনীতি নিয়েও মতামত জানাতে পিছপা হননা তিনি। সদ্যই তৃণমূল সরকারের নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বনি সেনগুপ্তর। তাকেই নিশানা করে অভিনেত্রী লিখেছেন, ‘জীবনে একটা ইডি সিবিআই এর ডাক পেলাম না! রোজ ভ্যালি টু কুন্তল… কী করলাম ছি ছি!’ আক্ষেপ করে লিখেন, আবার পরের ছবির জন্য প্রযোজকের আশায় বসে থাকতে হবে!