ছেলের লিভ-ইনে নেই কোনও সমস্যা! হবু বৌমা দামিনীকে বহুমূল্য উপহার শ্রাবন্তীর, কী দিলেন শাশুড়ি?

টলিউডের একজন নামী অভিনেত্রী তিনি। একজন ভালো অভিনেত্রী হিসেবে তাঁর খ্যাতি সর্বত্র। তিনি যে একদম জাত অভিনেত্রী তা তিনি বছরের পর বছর ধরে বেশ কিছু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে সকলকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছেন। আজ এই প্রতিবেদনে কথা হচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) নিয়ে।

   

তিনি একজন ভালো অভিনেত্রীর পাশাপাশি একজন ‘কুল’ মাও বটে। অভিনেত্রী নিজে যেমন বরাবর শিরোনামে উঠে আসেন, সেক্ষেত্রে তাঁর ছেলে ঝিনুকও এখন সকলের নজর কাড়ছেন বেশ কিছু সময় ধরে। অভিনেত্রী শ্রাবন্তী বারবারই নিজের লাভ লাইফ নিয়ে শিরোনামে উঠে আসেন। এবার তাঁকে কিন্তু এই বিষয়ে কড়া টক্কর দিচ্ছে তাঁর ছেলে ঝিনুক ওরফে অভিমন্যু চট্টোপাধ্যায় (Abhimanyu Chatterjee)।

সেও কিন্তু নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে কোনোরকম লুকোছুপি করেন না। সে গত কয়েক বছর ধরেই মডেল দামিনী ঘোষের (Damini Ghosh) সঙ্গে সম্পর্কে আছেন। এদিকে হবু বউমাকে নিয়ে খুশি অভিনেত্রীও। ছেলে ও হবু বৌমাকে নিয়ে ইতিমধ্যে বেশ কিছু ট্রিপও করে এসেছেন শ্রাবন্তী। এরই মাঝে আরো বড় কাণ্ড ঘটালেন অভিনেত্রী শ্রাবন্তী। তিনি দামিনীকে Gucci-র একটা ব্যাগ উপহার দিয়েছেন। আর সেটা নিয়ে শো অফ- ও করেছেন মডেল দামিনী। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, ‘আমার হৃদয়ের খবর রাখেন @শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এটা নিয়ে বাড়ি ফিরছি।’

উল্লেখ্য, ২০২১ সালে শ্রাবন্তী পুত্র ঝিনুক ও মডেল দামিনী পাকাপাকিভাবে জানান যে তাঁরা ২০২১ সালের ১ জানুয়ারি থেকে সম্পর্কে আবদ্ধ। এছাড়া ছেলের লিভ ইন সম্পর্ক নিয়েও তাঁর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি অকপটে জানিয়েছেন, ‘আমার কোনও আপত্তি নেই। কোনও ব্যাপারই না। যে যেটাতে ভালো থাকে, সেটাই করা উচিত। কারণ দিনের শেষে জীবন তো একটাই।’

srabanti chatterjee

শ্রাবন্তী এ পর্যন্ত তিনবার বিয়ে করেছেন এবং তার তৃতীয় বিয়েও ভেঙে গেছে। তিনি ১৬ বছর বয়সে বিয়ে করার সিদ্ধান্ত নেন। ২০০৩ সালে তিনি বাংলা চলচ্চিত্র পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন। এই বিয়ে ১৩ বছর স্থায়ী হয় এবং ২০১৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে কৃষ্ণন ও পরে রোশনকে বেশ ঘটা করে বিয়ে করেন। যদিও এই বিয়ে গুলিও টেকে না অভিনেত্রীর।