অভিরূপও অতীত! ফের নতুন করে প্রেমে পড়লেন শ্রাবন্তী, এবার টলি পরিচালককে দিলেন মন

বিতর্কের কথা বললে প্রথমেই যিনি এসে হাজির হন তিনি টলিডিভা শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তার ব্যক্তিগত সমস্ত তথ্য নিয়েই আলোচনা চলতে থাকে মানুষের মধ্যে। আর হবে নাই বা কেন, একাধিক বিয়ে ডিভোর্সের কারণে এমনিই তিনি খোরাকের পাত্রী হয়ে ওঠেছেন। সদ্যই আবার তাকে নিয়ে নতুন খবর এসেছে।

জানা গিয়েছে যে, বসন্তকালে শ্রাবন্তীর জীবনকে রঙিন করে নতুন করে প্রেম এসেছে! একদিকে রোশন সিংয়ের সাথে তার ডিভোর্সের মামলা চলছে, অন্যদিকে নতুন প্রেম শুরু করেছেন অভিনেত্রী! এর আগে একই আবাসনে থাকার সময় বিখ্যাত ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সাথে প্রেম করেন তিনি। যদিও সেই সম্পর্ক মেনে নেননি অভিনেত্রী, কিন্তু সেটা ছিল ওপেন সিক্রেট।

যদিও সেই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, কারণ শ্রাবন্তী নিজেই বেরিয়ে গিয়েছেন সেখান থেকে। এরপর জিমের ট্রেনারের সাথেও তার সম্পর্ক নিয়ে কথা উঠতে শুরু করে। এখন সেইসব ছড়িয়ে এক জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের সাথে গুঞ্জন শুরু হয়েছে। সদ্যই তাদের একসাথে দেখা গিয়েছে, এমনকী অ্যাওয়ার্ড ফাংশনে তাদের একসাথে দেখতে পাওয়ার পর থেকেই গুঞ্জন বেড়েছে।

srabanti picture

যদিও এর থেকে বেশী কিছু জানা যায়নি, আর অভিনেত্রী নিজেও কিছু বলবেন না, তাই এতটুকু খবরেই সন্তুষ্ট থাকতে হবে। তবে অন্যদিকে সমস্যা বেড়েছে শ্রাবন্তীর। মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪০ ধারায় ‘পারজারি’র (হলফনামা দিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ) যে মামলা করেছিলেন রোশন, সেই মামলা জারি রাখল আদালত। ফলে সর্বসমক্ষে মুখ পুড়ল অভিনেত্রীর। যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেননি শ্রাবন্তী।

srabanti chatterjee v0 kj835p81t4y91

আসলে রোশন সিংয়ের কাছে চাওয়া খোরপোষের অংকটাও কম নয়। রোশনের আইনজীবী শ্যামল মণ্ডলের তরফে জানানো হয়েছে যে, রোশন সিং-এর কাছে প্রতি মাসে খোরপোষ বাবদ ৭ লক্ষ টাকা দাবী করেন অভিনেত্রী। এই মামলা স্টে করে পারজারির মামলা চলতে থাকায় বেশ খুশি অভিনেত্রীর প্রাক্তন স্বামী রোশন সিং।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button