আদালতে বড়সড় ঝটকা খেলেন শ্রাবন্তী! মুখ পুড়ল অভিনেত্রীর

বিতর্কের কথা বললে প্রথমেই যিনি এসে হাজির হন তিনি টলিডিভা শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তার ব্যক্তিগত সমস্ত তথ্য নিয়েই আলোচনা চলতে থাকে মানুষের মধ্যে। আর হবে নাই বা কেন, একাধিক বিয়ে, ডিভোর্সের কারণে এমনিই তিনি খোরাকের পাত্রী হয়ে ওঠেছেন। সদ্যই আবার তাকে নিয়ে নতুন খবর এসেছে।
তার শেষ স্বামী রোশন সিংয়ের কাছে ডিভোর্সের পাশাপাশি খোরপোষও দাবী করেছেন শ্রাবন্তী। ২০২১ সালের সেপ্টেম্বরেই সেই খবর প্রকাশ্যে এসেছিল। এবার সেই মামলায় এসেছে নতুন খবর। রোশন সিংএ-র বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ নম্বর ধারায় মামলা করেন অভিনেত্রী। আপাতত কোর্টের তরফে সেই মামলায় স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু তাই না, মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪০ ধারায় ‘পারজারি’র (হলফনামা দিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ) যে মামলা করেছিলেন রোশন, সেই মামলা জারি রাখল আদালত। ফলে সর্বসমক্ষে মুখ পুড়ল অভিনেত্রীর। যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেননি শ্রাবন্তী।
আপনাদের জানিয়ে রাখি, রোশন সিং-এর কাছে প্রতি মাসে খোরপোষ বাবদ ৭ লক্ষ টাকা দাবি করেন অভিনেত্রী। রোশনের আইনজীবী শ্যামল মণ্ডলের তরফে জানানো হয়েছে এই তথ্য। সাথে রোশনের বলা কথাগুলোও ভাইরাল হয়েছে সম্প্রতি।
রোশন ক্ষোভের সুরে জানান, ‘আমি শুনছি শ্রাবন্তী নাকি ঘনিষ্ঠ মহলে বলে বেড়াচ্ছে, আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমে সক্রিয় নই’। শুধু তাই না, তিনি নাকি এও শুনেছেন যে শ্রাবন্তী তার কাছের বন্ধুদের জানিয়েছেন রোশন তাঁর ১ কোটি টাকা গায়েব করে দিয়েছেন। এখন দেখার এই ঘটনার নিষ্পত্তি কীভাবে হয়।