যাত্রীদের জন্য দারুণ সুবিধা, শিয়ালদহ স্টেশনে ম্যাসাজ-ফিশ স্পা খুলল রেল! চার্জ কত?

যাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য একাধিক বিষয় নজরে রেখেছে রেল (Indian Railways)। পূর্ব রেলের বিভিন্ন স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে এই নিয়ে। হাওড়ার পর শিয়ালদহ (Sealdah) স্টেশনকেও ঢেলে সাজানো হচ্ছে। সেখানে খোলা হয়েছে মডার্ন এক্সিকিউটিভ লাউঞ্জ (Modern Executive Lounge)। সেটিকে এবার আরও উন্নত করে তোলা হলো।
শিয়ালদহর ১৪ নাম্বার প্ল্যাটফর্মের পাশেই রয়েছে অত্যাধুনিক সুবিধার লাউঞ্জটি। সেখানে যাত্রীদের প্রয়োজনীয় সমস্ত সুবিধাই উপলব্ধ। যদিও এই লাউঞ্জের সেকেন্ড ক্লাসে বসার জন্য কোনো টাকা পয়সা লাগেনা, কিন্তু শীতাতাপ নিয়ন্ত্রিত আপার ক্লাস ওয়েটিং লাউঞ্জে বসার জন্য টাকা দিতে হবে।
ঘণ্টায় ১০ টাকা দিয়েই লাউঞ্জ উপভোগ করতে পারবেন আপনি। সেখানে মনোরঞ্জনের জন্য রয়েছে টিভি স্ক্রিন, ম্যাসাজ চেয়ার, ফিশ স্পা ইত্যাদি। আপনি চাইলে একটু ঘুমিয়েও নিতে পারবেন। এজন্য ঘণ্টায় ৭৫ টাকা লাগবে। এছাড়া ফিশ স্পা নিতে চাইলে ১০ মিনিটে দিতে হবে ৭৫ টাকা।
এছাড়া রেলের ওয়েটিং লাউঞ্জে যাত্রীরা খাবার এবং পানীয়র সুবিধা পাবেন। সেখানে থাকা টেরেস ক্যাফেটেরিয়া রয়েছে। সুস্বাদু খাবারের সাথে কোলকাতার গৌরবময় অতীতের সন্ধান মিলবে সেখানে।