হুহু করে নামছে পারদ! ১০ ডিগ্রিতে নামল এই জেলার তাপমাত্রা, দক্ষিণবঙ্গে শীত নিয়ে বড় পূর্বাভাস

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো চলে গিয়েছে এবার আসছে কালীপুজো এবং দীপাবলি। এদিকে সময়ের আগেই দক্ষিণবঙ্গের আবহাওয়া যেন চোখ পাল্টি করতে শুরু করে দিয়েছে। রেকর্ড সময়ের আগে হু হু করে পারদ নামছে রাজ্যের (West Bengal)। রাতে ও সকালে বেশ ঠাণ্ডা অনুভূতি হচ্ছে। ইতিমধ্যে বহু বাড়িতে এসি, পাখা চালানো অবধি বন্ধ হয়ে গিয়েছে।

   

winter weather er

এদিকে আজ রেকর্ড তাপমাত্রা নেমেছে শহর কলকাতায়। এই মরসুমে প্রথমবারের মতো শহরের পারদ ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সেইসঙ্গে শহরে শুষ্ক ও মনোরম আবহাওয়া বজায় থাকবে।  অন্যান্য জেলারও তাপমাত্রা হু হু করে নামতে শুর করেছে।

তবে এ তো গেল শহর, দক্ষিণবঙ্গের (South Bengal) কথা, কিন্তু পাহাড়ের পরিস্থিতি কেমন? দার্জিলিং (Darjeeling) থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়াং-এর আবহাওয়া কেমন? জানতে কি আপনিও ইচ্ছুক? তাহলে এখুনই জেনে নিন ঝটপট। রাজ্যে হু হু করে আগমন ঘটছে উত্তুরে হাওয়ার। অন্যদিকে দার্জিলিং-এ রেকর্ড পারদ পতন ঘটল। আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না, এই শৈলশহরে পারদ ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে।

tabakoshi darjeeling travel

হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরের জেলাগুলিতেও শীতের আমেজ মিলতে শুরু করেছে। শনিবারই দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। ফলে বেজায় খুশি সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা। তবে একটু দাঁড়ান, এখনই এত খুশি হওয়ার কিছু হয়নি, কারণ নতুন করে রাজ্যের আবহাওয়া বদলের ইঙ্গিত দিলেন আবহাওয়া বিজ্ঞানীরা। নতুন করে পশ্চিমী ঝঞ্জা চোখ রাঙাচ্ছে বাংলায়, যে কারণে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাবে। নতুন করে ফের ঊর্ধ্বমুখী হবে রাজ্যের তাপমাত্রা বলে জানিয়েছে আলিপুর মৌসম ভবন।