কলকাতা (Kolkata) সহ গোটা রাজ্যের (West Bengal) আবহাওয়া (Weather) এখন একপ্রকার মনোরমই বলা চলে। কারণ ধীরে ধীরে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই বহু বাড়িতে পাখা চলছে না এমনকি রাতে চাদর ছাড়া মানুষের এখন যেন শীত ভাঙছে না। হ্যাঁ এখন এই শীত কথাটি যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে উঠেছে কারণ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তারপরেই নভেম্বর মাস শুরু হতে চলেছে।
চলতি বছরে দুর্গাপুজোটাও মানুষের এক প্রকার আনন্দ সহকারে কেটেছে এবং সর্বোপরি যথেষ্ট মনোরম আবহাওয়ার মাঝেই কেটেছে। এদিকে কলকাতার শহরে তাপমাত্রাও ধীরে ধীরে অনেকটাই নামতে শুরু করেছে। জানা গিয়েছে আজ কলকাতার তাপমাত্রা ২৩ ডিগ্রি কাছাকাছি ঘোরাঘুরি করছে যা কিনা সর্বনিম্ন। আলিপুর আবহাওয়া দপ্তর এবার এক অন্যরকমই পূর্বাভাস দিল যা আপনারও শুনে রাখা জরুরী।
আগামী সোমবার অবধি রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তার আগাম পূর্বাভাস দিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। ইতিমধ্যেই সকালের দিকে হোক বা দুপুরের দিকে বাইরে বেরোলেই কিছু জানো দমকা হাওয়া আপনার শরীর, মন দুটোকেই জুড়িয়ে দিচ্ছে। এদিকে সকলের একটাই প্রশ্ন কনকনে শীত কবে পড়বে রাজ্যে ? আলিপুর মৌসম ভবন জানাচ্ছে আগামী সোমবার অবধি রাজ্যে শীতের আমেজ তীব্রভাবেই অনুভব করতে পারবেন মানুষজন। তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রির কাছাকাছি।
তবে মাঝেমধ্যে গরম আবহাওয়া বজায় থাকবে। অন্যদিকে হাওয়া অফিসের বিজ্ঞানীরা জানাচ্ছেন, উত্তরবঙ্গ (North Bengal) হোক বা দক্ষিণবঙ্গ (South Bengal)…কোনো জায়গাতেই আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ধীরে ধীরে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে দক্ষিণের জেলাগুলিতে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।