আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাসই যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। ফের একবার চরম মুড বদলে গেল রাজ্যের আবহাওয়ার। হু হু করে বইছে উত্তরে হওয়া। এক জায়গায় যেন রাজ্যের পারদ বেশ খানিকটা নেমে গিয়েছে রোদ থাকলেও সেই রোদ যেন গায়ে এখন সকলের ভালো লাগছে। এদিকে হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরেই চলে আসবে কালীপুজো, দীপাবলি,
ভাইফোঁটা।
এদিকেই উৎসবের মাঝে রাজ্যে পারদের ওঠানামাকে ঘিরে মানুষ বেজায় বিরক্ত হয়ে গিয়েছে। শুধু তাই নয় মাঝে কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে মানুষের অস্বস্তি যেন আরো বেড়েছে। কিন্তু এবার সকল অপেক্ষার অবসান ঘটতে চলেছে, কারণ এবার হু হু করে নামতে শুরু করবে পারদ। আলিপুর আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন আপাতত দক্ষিণবঙ্গ (South Bengal) হোক বা উত্তরবঙ্গ (North Bengal) ….কোনওরকম বৃষ্টির সম্ভাবনা নেই। বরং উল্টে হু হু করে ঢুকতে শুরু করবে উত্তরে হাওয়া।
ধীরে ধীরে শীতের আমেজ ফিরছে বাংলা জুড়ে। আগামীকাল বুধবারের মধ্যেই ঠান্ডা কি জিনিস তা টের পাবেন বাংলার মানুষ বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর মৌসম ভবন। রাজ্যের পারদ এক ধাক্কায় দু থেকে তিন ডিগ্রি নেমে যাবে বলে জানা যাচ্ছে। এমনকি আপনি যদি শহর কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল একটি দারুণ সুখবর অফিসের মতে কলকাতার পারদ ২০ ডিগ্রির নিচে অবধি নামতে পারে।
এছাড়া পশ্চিমের জেলাগুলিতে ১৮-১৯ ডিগ্রিতে নেমে যাবে তাপমাত্রা। আজ মঙ্গলবার তিলোত্তমার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বিকেলের পর বা সন্ধ্যের দিকে আরো হু হু করে পারদ নামবে শুধু তাই নয়, আগামীকাল বুধবারের পর থেকে তাই এই তাপমাত্রার ফারাক আরো খানিকটা টের পাবেন সকলে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আলিপুর হাওয়া অফিসের বিজ্ঞানীরা। মঙ্গলবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস।