তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, রুদ্ররূপ দেখাবে আবহাওয়া, কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় দুর্যোগ! ভয়ঙ্কর আপডেট

ছুটির দিন রবিবার সকাল থেকেই মুখভার আকাশের। দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির দেখা মিলেছে। ওদিকে উত্তরবঙ্গেও (North Bengal) নাছোড়বান্দা পরিস্থিতি, কিছুতেই কমছে না বৃষ্টির পরিমাণ। তবে স্বাধীনতা দিবসের (Indian Independence Day) পর উত্তরবঙ্গে বৃষ্টি কমার আশা জাহির করেছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে উত্তরের ৫ জেলায় কমলা সতর্কতা জারিও হয়েছে।

এদিকে কলকাতায় (Kolkata) আজ ভারী বৃষ্টি না হলেও, বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসতে পারে তুমুল বৃষ্টি দোসর হবে ঝোড়ো হাওয়া। এমনটাই পূর্বাভাস আবহাওয়ার।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি নেমে আসতে পারে। মৌসম ভবনের তরফে অ্যালার্টও জারি করা হয়েছে। আবহাওয়া দফতর অনুযায়ী, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ থরথর করে কাঁপবে বিপক্ষ, ভারতকে বিশ্বকাপ জেতাবে এই প্লেয়ার! মহাস্ত্র হাতে এল টিম ইন্ডিয়ার

এদিকে, আগামীকাল রবিবার ও সোমবার বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়া সম্ভাবনা হয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা জাহির করেছে আবহাওয়া দফতর। দু’এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

bay of bengal low pressure weather

রবিবার এই ভারী বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দু’এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। ১৫ অগাস্টের পর বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার আশা জাহির করা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।