রেডি রাখুন ছাতা, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোর ধেয়ে আসছে বৃষ্টি! বড়সড় পরিবর্তন আবহাওয়ায়

শীত (Winter) যেতেই কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal) বেড়েছে তাপমাত্রা। দুপুরের দিকে হাঁসফাঁস গরম থাকলে, রাতের দিকে তাপমাত্রা কিছুটা নামছে। পশ্চিমা বাতাসের কারণে এই তাপমাত্রা বৃদ্ধি। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যে ৩৫ ডিগ্রি ছুঁয়েছে। উত্তরবঙ্গে বর্তমানে কিছুটা হলেও স্বস্তি রয়েছে।
আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে আবহাওয়ার (Weather) বিশেষ পরিবর্তন দেখা যাবে না। মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়াই থাকবে।
বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় হোলির দিন ৮ মার্চ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে আপরে। ১১ মার্চ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই বৃষ্টির কারণে তাপমাত্রায় অনেক পতন দেখা দেবে।
রবিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের তিন জেলা যথাক্রমে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে পারদ ৩৬ ডিগ্রি ছুঁয়েছে।
সোমবার কলকাতার সকালের আকাশ মূলত পরিস্কার থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি। তবে দোলের পরের দিন সেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়াতে পারে। এছাড়াও আগামী এক সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।