ভেস্তে যেতে পারে ভারত-সাউথ আফ্রিকা ম্যাচ! আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকেই আকাশের মুখ ভার। সেইসঙ্গে মেঘ রোদের খেলা চলছে বাংলার আকাশজুড়ে। বিগত দুদিন ধরেই কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। বেশ কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টি অবধি হয়েছে। দুর্গাপুজোর সময় থেকেই আবহাওয়ার ব্যাপক রদবদল ঘটতে শুরু করেছে। শীত এসেও যেন আসছে না।

   

শীতের পথে বড় রকমের দেওয়াল হয়ে দাঁড়িয়েছে নাছোড়বান্দা বৃষ্টি। কবে এই বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে এবং শীতের অনুভূতি হতে শুরু করবে সেই নিয়ে রাজ্যের মানুষ প্রশ্ন তুলছেন। আজ রবিবার অবধি কলকাতা শহর সহ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রবিবার অর্থাৎ সপ্তাহান্তে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানেন?

আপনিও কি বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন বা বেরোনোর পরিকল্পনা করছেন? তাহলে আপনিও জেনে নিন আবহাওয়ার হাল হকিকত। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, আজ দক্ষিণবঙ্গের একের পর এক জেলা যেমন নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather report

উত্তরবঙ্গের কথা বলতে গেলে আজ রবিবার উত্তরবঙ্গের কালিম্পং ও দার্জিলিংয়ে হালকা বর্ষণ-এর পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। যদিও বাকি জেলা যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাতের পর থেকেই তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।