দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, নিম্নচাপের জেরে তুলকালাম অবস্থা! সতর্কতা জারি আবহাওয়া দফতরের

আজ মহা অষ্টমী। দুর্গাপুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছেন সকলে। প্যান্ডেলে প্যান্ডেলে, রাস্তায় রাস্তায় নেমেছে মানুষের ঢল। উত্তর কলকাতা হোক বা দক্ষিণ কলকাতা, মানুষ একপ্রকার চষে বেড়াচ্ছেন। সকলের চোখে মুখে এখন উৎসবের আনন্দ ফুটে উঠেছে। যদিও বিষাদের কালো ছায়া ঝুপ করে নামতেও অবশ্য দেরি নেই। এর নেপথ্যে অবশ্যই রয়েছে নাছোড়বান্দা বৃষ্টি ও নিম্নচাপ। ইতিমধ্যে বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর এই অসুর নিম্নচাপের কারণে রাজ্যের আবহাওয়া এক ধাক্কায় অনেকটাই চোখ পাল্টি করবে বলে আশঙ্কাপ্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। যে কারণে বেজায় মুষড়ে পড়েছেন পুজো প্রেমী মানুষজন।

   

জানা যাচ্ছে, আবহাওয়ার বদল ঘটতে আর বেশি দেরি নেই। আগামীকাল সোমবার অর্থাৎ নবমীর দিন থেকেই আবহাওয়া বড় রকমের খেলা দেখাতে চলেছে। যে কারণে যারা আগামীকাল সকাল হোক বা বিকেল ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁদের ছাতা সঙ্গে রাখার পরামর্শ জারি করা হচ্ছে। তবে আজ মহা অষ্টমীতে আবহাওয়া কেমন থাকবে তা জানতে কি আপনিও ইচ্ছুক? তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্যে।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। যা শক্তি বাড়াবে রবিবার। নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। এই নিম্নচাপ বাঁক নিয়ে উত্তর, উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে। যার জেরে নবমী এবং দশমীতে বৃষ্টি হতে পারে।

weather low pressure wb

আজ দক্ষিণবঙ্গের (South Bengal) কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আগামীকাল নবমী ও দশমীতে একের পর এক জেলা যেমন কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি জেলায় আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। শুধু তাই নয়, ২৪ অক্টোবর, দশমী এবং ২৫ অক্টোবর একাদশীতে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর। এদিকে এই নিম্নচাপের কারণে উত্তাল রয়েছে সমুদ্র।