শীতে বাধা! বাড়ছে পারদ, দক্ষিণবঙ্গে ফের ফিরবে গরম? বিরাট পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

যত সময় এগোচ্ছে ততই যেন ব্যাপক রদবদল ঘটছে আবহাওয়ার (Weather)। মাঝে কয়েকদিন হু হু করে নেমে গিয়েছিল পারদ। দুর্গাপুজো তো বটেই লক্ষ্মী পুজোর সময় থেকেই রাজ্যের তাপমাত্রার ব্যাপক মুড বদল হয়েছিল। ভোরবেলা হোক বা রাতের বেলা রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। আজ সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার। তবে আজ যেন গরমটা একটু বেশ নতুন করে চাগার দিলো। আগামীকাল থেকেই শুরু হচ্ছে নতুন মাস অর্থাৎ নভেম্বর মাস, কিন্তু তার আগের দিনই হঠাৎ করে যেন আবহাওয়া বিরাট রকমের পাল্টি খেল। হঠাৎ তাপমাত্রাটা অনেকটাই বেড়ে গেল।

   

weather wb

এক ধাক্কায় পারদ বেশ খানিকটা বেড়ে গেল বলে মনে করা হচ্ছে। কিছুটা ঠাণ্ডা আবহাওয়ার আগমনের স্বস্তি ফিরেছিল মানুষের মধ্যে। তবে আজ আচমকাই বদল ঘটল আবহাওয়ার। ইতিমধ্যে অনেকেই লেপ-কম্পল ইতিমধ্যেই পেড়ে ফেলেছিলেন, কিন্তু আবার সেগুলি তুলে রাখার পালা। গরম বাড়বে। মাসের প্রথম তিন থেকে চার দিন দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা বলে সাফ জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তেই ব্যাপক বদল ঘটবে রাজ্যের আবহাওয়ার। ফের ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহের মাঝেই নামতে পারে বৃষ্টি। যদিও আজকে বাংলার আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। হাওয়া অফিসের তরফে জারি করা সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ থেকে আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া শুষ্কই থাকবে।

winter weather er

আবহাওয়া বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন, আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এছাড়া দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।