কখনও রোদ আবার কখনও মেঘ। একপ্রকার প্রকৃতি খেলায় মেতে উঠেছে যেন। সেইসঙ্গে ভ্যাপসা গরম তো আছেই। আজ রাখি পূর্ণিমা (Raksha Bandhan)। আপনারও এই বিশেষ দিনে নিশ্চয়ই অনেক প্ল্যান রয়েছে? কিন্তু আজকের আবহাওয়া (Todays Weather) কেমন থাকবে জানেন? আবহাওয়ার ব্যাপক রদবদল আপনার প্ল্যান পণ্ড করে দেবে না তো? আলিপুর আবহাওয়া দফতর খুব একটা সুখের খবর শোনায়নি। বরং বলেছে, আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে (South Bengal)। বাড়বে গরম।
প্রবল বর্ষণের সম্ভাবনা না থাকলেও আজ বুধবার রাজ্যের (West Bengal) একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে হলেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। কোন কোন জেলায় বৃষ্টি হবে নিশ্চয়ই জানতে উসখুস করছেন? তাহলে আপনাদের জানিয়ে রাখি, আজ মূলত বুধবার কেবলমাত্র পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাকি জেলাগুলিতে আজ শুকনো আবহাওয়াই বজায় থাকবে। এমনকি শহর কলকাতাতেও আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। শুধু কলকাতাই কেন, দক্ষিণবঙ্গের বাদবাকি জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানেও বৃষ্টি না হওয়ারই কথা রয়েছে।
যদিও একটু অপেক্ষা করতে হবে আগামীকাল বৃহস্পতিবারের জন্য। কারণ কেন জানেন? হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে বৈকি।
যদিও উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রে কিছুটা হলেও সুখবর শুনিয়েছে আলিপুর মৌসম ভবন। আপনিও যদি এই তথাকথিত ভরা বর্ষার মরসুমে উত্তরবঙ্গ বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আপনারও সেখানকার আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে জেনে নেওয়া জরুরি বৈকি।
আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজ বুধবার উত্তরবঙ্গের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞানীরা নিজেদের পূর্বাভাসে জানিয়েছেন।