মঙ্গলবার সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে আকাশ। সেইসঙ্গে দোসর হয়েছে ভ্যাপসা ও অস্বস্তিকর গরম। সকালে বাড়ি থেকে রাস্তায় বেরোতেই গায়ে যেন একপ্রকার কাঁটা ফুটছে। তবে চিন্তা নেই, আর কিছুক্ষণের মধ্যেই বদলাতে চলেছে রাজ্যের (West Bengal) আবহাওয়া। সেইসঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই তোলপাড় করা বৃষ্টির সাক্ষী থাকতে চলেছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষজন। জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
মোটের অপে স্বাভাবিকের বেশিই বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে। লাগাতার দফায় দফায় বৃষ্টি হয়েই চলেছে দার্জিলিং ও কালিম্পঙ জেলায়। মৌসম ভবন জানাচ্ছে, আজ মঙ্গলের দুপুর ও বিকেলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। বিশেষ করে এই তিন জেলার ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না দুই দিনাজপুর ও মালদা।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে আজ দক্ষিণবঙ্গের কেমন পরিস্থিতি থাকবে? বৃষ্টি কী হবেই না? এই বিষয়ে আলিপুর মৌসম ভবন জানাচ্ছে, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বিকেলের পর বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমাও। তবে আজকের পর আবারো বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আগামীকাল থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মাত্রা বাড়বে। হবে প্রবল বর্ষণ।
আপনি ভাবতেও পারবেন না যে এত বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে। আগামীকাল থেকে বৃষ্টির আচমকাই বেগ বাড়বে আগামিকাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় । আগামীকালের জন্য এই জেলাগুলোর ক্ষেত্রে ইতিমধ্যে হলুদ সতর্কতা অবধি জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে।