পোড়া কপাল দক্ষিণবঙ্গের! আবহাওয়া নিয়ে খারাপ খবর শোনাল হাওয়া অফিস, মুখ ভার সবার

ভাদ্র মাসের পচা গরমে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। তাপমাত্রা কমার বদলে হু হু করে পারদ চরেই যাচ্ছে কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গের (South Bengal)। যে কারণে বাইরে বেরনোর কথা শুনলেই যেন অনেকের গায়ে জ্বর আসছে। কতদিন এমন আবহাওয়া থাকবে? আদৌ কি বৃষ্টি হবে না আর দক্ষিণবঙ্গে? উঠছে নানান প্রশ্ন। যদিও এসব প্রশ্নের মাঝেই রাজ্যের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। কোথায় কোথায় বৃষ্টি হবে জানেন? জানতে হলে শেষ অবধি টিকে থাকুন এই প্রতিবেদনটিতে।

আজ বুধবার উত্তরবঙ্গের (North Bengal) সবকটি জেলাতেই মোটের ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে, আজ বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

শুধু তাই নয়। আপনি যদি এই বর্ষার মরসুমে বিশেষ করে দার্জিলিং যাওয়ার কথা ভাবনা চিন্তা করে থাকেন তাহলে আরও কয়েকবার ভাবুন। কারণ আজ ও আগামী কয়েকদিন পর্যটকদের অন্যতম প্রিয় দুই হিল স্টেশন দার্জিলিং এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আপনিও নিশ্চয়ই ভাবছেন? তাহলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বলা হয়েছে, শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ। যদিও আজ অন্যদিকে কলকাতার আকাশ সকাল থেকে মেঘলা। আজ সারাদিনই মোটের ওপর মেঘলা থাকবে। এছাড়া কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ বিরাট উদ্যোগ! এবার জলের দরে শাড়ি, জামা কাপড় বিক্রি করবে পশ্চিমবঙ্গ সরকার, কীভাবে পাবেন?

বাকি জেলাগুলির কি ভাগ্যের শিঁকে ছিঁড়বে না? মৌসম ভবন জানাচ্ছে, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।