আজ উত্তাল পরিস্থিতি দক্ষিণবঙ্গে, প্রবল বর্ষণে ভাসার আশঙ্কা! তুমুল সতর্কতা জারি এই ৭ জেলায়

কলকাতাঃ রবিবার ছুটির দিন দক্ষিণবঙ্গের (South Bengal) ওয়েদার (Weather) নিয়ে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পশ্চিমবঙ্গের (West Bengal) জেলায় জেলায় তুমুল বর্ষণ হবে। দক্ষিণবঙ্গে তুমুল বর্ষণের পাশাপাশি রেহাই পাবে না উত্তরবঙ্গও (North Bengal)। পাহাড়ে (Hill) ঘুরতে যাওয়া সমস্ত পর্যটকদের এদিন হোটেল বা হোমস্টেতে বসেই কাটাতে হবে। এদিন উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ওই জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের দুই জেলায় রবিবার তুমুল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। মৌসম ভবন অনুযায়ী, এই জেলাগুলোতেই ৭০ মিমি থেকে ২০০ মিমির মধ্যে বৃষ্টিপাত হবে।

ছুটির দিন সকালে মহানগরী কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শহরে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দফর অনুযায়ী, কলকাতায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।