সকাল থেকেই মুখ ভার আকাশের, দক্ষিণবঙ্গের ১০ জেলায় চরম দুর্যোগ! আজকের আবহাওয়া

কলকাতাঃ ক্ষণে ক্ষণে বদলাচ্ছে বাংলার আবহাওয়া। এই বৃষ্টি, আবার কখনও রোদ। আপাতত কিছুদিন এমনই থাকবে ওয়েদার। আসলে গভীর নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জেরে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ ত্রিপুরাতেও বৃষ্টির প্রভাব দেখা দিয়েছে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আর কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি আসতে চলেছে।

আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, বাংলাদেশে অবস্থান করা নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হবে। বাদ যাবে না উত্তরবঙ্গও। উত্তরেরও প্রায় সব জেলাতেই বৃষ্টির আভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

   

আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও দুর্যোগ এখনই কমছে না। পাহাড়ে যারা ঘুরতে যেতে চাইছেন, তাঁদের বলে রাখি যে, আজ দার্জিলিংয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এছাড়াও কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

Avatar

সম্পর্কিত খবর