দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় তুমুল ঝড়, উত্তরবঙ্গে শিলাবৃষ্টি! ব্যহত রেল পরিষেবাও! আবহাওয়ার খবর

আবহাওয়াতে (Weather) বেশ ভালই বদল আসছে। সোমবার পর্যন্ত চলবে দুর্যোগ। বৃষ্টির সাথে চলবে শিলাবৃষ্টি। সাথে বজ্রপাত তো রয়েইছে। পশ্চিম হিমালয়ে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে তার জেরে সারাদেশেই বৃষ্টি শুরু হচ্ছে। সাথে শুরু হয়েছে কালবৈশাখী। বৃহস্পতিবার কলকাতার (Kolkata) ওপর দিয়ে গিয়েছে এবছরের প্রথম কালবৈশাখী।
গতকাল ঝড়ের গতিবেগ সামান্য কম থাকলেও হাওয়া অফিস সেটাকে কালবৈশাখী নামই দিয়েছে। ৬৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়েছে শহরের ওপর দিয়ে। আজ পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। সাথে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টিও চলতে পারে।
উত্তরবঙ্গের (North bengal) পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি চলবে। বৃষ্টির সাথে হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। মোটামুটি একই আবহাওয়া থাকবে মালদা এবং দুই দিনাজপুরে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে রবিবার পর্যন্ত আর হাওয়া বদল হচ্ছে না।
দক্ষিণবঙ্গের (South Bengal) পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। সাথে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
জানিয়ে রাখি, সোমবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে। বৃষ্টির জেরে কিছুটা ব্যহত ট্রেন পরিষেবা। উল্লেখ্য, কলকাতা এবং শহরতলীতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। ১৮ এবং ১৯ মার্চ নাগাদ শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের গতিবেগ দুটোই বাড়বে অনেকখানি। হাওয়া অফিসের মতে এই সময়েই চলবে চরম দুর্যোগ।
এক নজরে আজকের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২০.৭ ডিগ্রি সেলসিয়াস।
জলীয় বাষ্পের পরিমাণ : ৪৯ থেকে ৮৮ শতাংশ
আসলে ঝাড়খন্ডে নিম্নচাপ অক্ষ তৈরী হওয়ায় এবং তার সাথে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত মিলে এরকম এক পরিবেশ তৈরী করেছে। যদিও কখনোই টানা ঝড় বৃষ্টি চলবেনা সেখানে, বিক্ষিপ্ত ভাবে চলতে থাকবে। যা চলবে সোমবার পর্যন্ত।