ভারত সফরে এসে সন্তানহারা হলেন ডেভিড মিলার, সমবেদনা জানাচ্ছে ক্রিকেট বিশ্ব

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ রবিবার 09 অক্টোবর রাঁচিতে JSCA আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা হবে। দুই দলের মধ্যে খেলা এই ম্যাচের আগে একটি দুঃসংবাদ সামনে এসেছে। সিরিজের প্রথম ম্যাচে বিস্ফোরক ব্যাটিং করা সাউথ আফ্রিকার ব্যাটসম্যানের মেয়ে মারা গিয়েছে।
সাউথ আফ্রিকার সেই প্লেয়ার হলেন ডেভিড মিলার। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে ডেভিড মিলারকে তার মেয়ের সঙ্গে দেখা যাচ্ছে। এই ভিডিওর অনেক ছবিতে মিলারের মেয়ের মাথার চুল দেখা না গেলেও বেশিরভাগ ছবিতেই তা দৃশ্যমান।
প্রতিবেদনে বলা হয়েছে, মিলারের মেয়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। চিকিৎসার সময় তাকে তার বাবার সাথে বেশি সময় কাটাতে দেখা গিয়েছে। তবে মেয়ের অসুস্থতা নিয়ে কোনো বক্তব্য বা বার্তা দেননি মিলার।
View this post on Instagram
মিলার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আমার স্কট আমি তোমাকে খুব মিস করব! তুমি লড়াই করার আবেগকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। সর্বদা আশ্চর্যজনকভাবে ইতিবাচক ছিলে এবং মুখে একটি হাসি ছিল। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ।”