সৌরভের বায়োপিকে অভিনয় করছেন না রণবীর! তাহলে কে? নিজেই জানালেন মহারাজ

সম্প্রতি আলোচনায় রয়েছে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বায়োপিক (Biopic)। কয়েকদিন আগে থেকেই জল্পনা চলছে রণবীর কাপুর (Ranbir Kapoor) সেখানে অভিনয় করতে পারেন। আবার সম্প্রতি রণবীরের কলকাতা ট্যুর জানার পর থেকে অনেকেই ধরে নেন যে, তাহলে সৌরভ গাঙ্গুলির চরিত্রে রণবীর কাপুরই অভিনয় করছেন। কিন্তু দেখা যায় সম্পূর্ন অন্য চিত্র! সৌরভ নিজেরই সমস্ত জল্পনা কল্পনা খারিজ করে দিয়েছেন।
এক সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকার চলাকালীন সৌরভ জানান, “আমার বায়োপিকে সৌরভের ভূমিকায় রণবীর কাপুর অভিনয় করছে না। ভুল খবর রটছে। রণবীর কলকাতায় আসছে ওর নতুন সিনেমার প্রমোশনের জন্য। সেই কারণে আমার সঙ্গে দেখা হবে।” এরপরই সমস্ত জল্পনায় জল ঢেলেছেন বাংলার মহারাজ।
রবিবার দিন বিকেলে ইডেনে দেখা হবে রণবীর কাপুর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাহলে সৌরভ এবং রণবীরের সাক্ষাতের আসল কারণ কি? সেই বিষয়েও জানান মহারাজ। সৌরভ বলেন ,”রণবীরের কলকাতায় আগমন ওর নতুন সিনেমা ‘তু ঝুটি মে মক্কার’ এর প্রমোশনের জন্য। এর সঙ্গে সৌরভকে নিয়ে তৈরি হওয়া সিনেমার কোন সম্পর্ক থাকছে না।”
এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রণবীরের নতুন সিনেমার প্রোডাকশন হাউজ এবং সৌরভের বায়োপিকের প্রোডাকশন হাউস একই। অর্থাৎ লভ ফিল্মস নির্মাণ করছে দুটো ছবিকেই। ছবির প্রোডাকশন হাউসের তরফে তাই সৌরভকে সাথে নিয়ে জোরদার প্রচার চালানো হচ্ছে।
এপ্রসঙ্গে জানিয়ে রাখি যে, সৌরভ গাঙ্গুলি নিজেই রণবীরের কথা তোলেন। তিনি বলেছিলেন যে, নিজের বায়োপিকে রনবীর কাপুরকেই দেখতে চান তিনি। তারপর থেকেই জল্পনা বাড়তে থাকে। কিন্তু করে জন্য যায় যে, সঞ্জয় দত্তের বায়োপিক করে ফেলা রণবীর নিমরাজি ছিলেন। শুটিংয়ের জন্য সময় দেওয়াও তার পক্ষে সম্ভব ছিল না। আর সেজন্য আপাতত আলোচনায় রয়েছেন ঋত্ত্বিক থেকে ভিকি কৌশল সব্বাই। এখন দেখার শেষপর্যন্ত কে অভিনয় করেন দাদার চরিত্রে।