বিশ্বকাপ ২০২৩- এর (Cricket World Cup) শুরুটা সেরা করেছে ভারত (India)। পরপর তিন ম্যাচে জিতেছে দল। পাকিস্তানকে (Pakistan) হারিয়ে বিশ্বকাপ অভিযানে করেছে জয়ের হ্যাটট্রিক। পরের ম্যাচ বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে। টাইগার ব্রিগেডের বিরুদ্ধে হট ফেভারিট টিম ইন্ডিয়া। শুরুটা ভালো করলেও শেষটা কেমন হবে, ভারতের হাতে উঠবে কি বিশ্বকাপ? এই প্রশ্নের উত্তরের সন্ধানে যাওয়া হয়েছিল সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) কাছে।
বিশ্বকাপকে কেন্দ্র করে জোর চর্চা। বিশেষজ্ঞ মতামত হিসেবে আলোচনায় উঠে আসছেন ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারতের মতো দলকে সেমিফাইনালে দেখছেন বলে আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন সৌরভ। এবার আরও একধাপ এগিয়ে করা হয়েছে হয়েছে প্রশ্ন, কে জিততে পারে বিশ্বকাপ ২০২৩?
সৌরভের উত্তর একদম স্ট্রেট ড্রাইভার মতোই সোজাসাপ্টা। তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করেছেন তিনি। সৌরভের কথায়, “ভারত ঠিক সময় পিক করেছে। টানা তিন ম্যাচে জয়। খুব ভালো এগচ্ছে। ভালো ফর্মে রয়েছে। ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা নিজের দায়িত্ব খুব ভালো ভাবে পালন করছেন।” কিন্তু সেরা কে হতে পারেন? ভারত যেভাবে এগোচ্ছে তাতে ক্রিকেট প্রেমীদের চোখের সামনে ভেসে উঠতে শুরু করেছে ২০১১ সালের স্মৃতি।
সৌরভ নিজেও মনে করছেন ভারতের সামনে এবার খুব ভালো সুযোগ রয়েছে। “এই দল ফেভারিট। আমার মনে হচ্ছে ভারতই চ্যাম্পিয়ন হবে”, বলেছেন সৌরভ গাঙ্গুলি। এর আগে সৌরভ দাবি করেছিলেন যে এবারের বিশ্বকাপে ভারতের অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক কী হয়।