বিশ্বের সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয়ে পড়েন সৌরভ কন্যা! সেখানকার কোর্স ফি জানলে মাথা ঘুরে যাবে

বিশ্বের বিভিন্ন দেশে হাজারো নামি দামি স্কুল কলেজ রয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের অবদান উল্লেখযোগ্য। এদের মধ্যে ১০০০ বছরেরও পুরনো এক শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে পড়াশোনা করে ৭২ জন নোবেল পেয়েছেন তার গরিমা আলাদা হবেই। আর সারাবিশ্বের মানুষের কাছে সেটি যে বিশেষ গুরুত্ব পাবে তা আর বলার অপেক্ষা রাখেনা।

b allsoulsquad

আজ আমরা লন্ডনে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা চালাচ্ছি। সেটির প্রতিষ্ঠা হয় ১০৯৬ খ্রিস্টাব্দে। মোট ২৬০০০ শিক্ষার্থী সেখানে পড়াশোনা করেন। হেন কোন বিষয় নেই যা এখানে পড়ানো হয়না। BA থেকে PhD সমস্ত কোর্সই উপলব্ধ সেখানে। কিন্তু এই অক্সফোর্ডে সুযোগ পাওয়া কোনো চাট্টিখানি বিষয় নয়। কারণ বিশ্বের সমস্ত প্রান্ত থেকে শিক্ষার্থীরা সেখানে পড়াশোনার জন্য যান।

সমস্ত শিক্ষার্থীদের মধ্যে কিছুজন্যই স্কলারশিপের সুবিধা পান। বাকিদের থেকে বেশ মোটা অংকের ফি নেয় কলেজ। কিন্তু বৃত্তি না পেলে সেখানে পড়াশোনা করা খুবই জটিল এক বিষয়। কারণ বহিরাগত শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের ফি নেয় বিশ্ববিদ্যালয়। আর সেজন্য বহু তারকা, নেতা মন্ত্রীদের ছেলেমেয়ে পড়ার জন্য অক্সফোর্ডকেই বেছে নেন।

oxford university

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিং, সবাই এখানেই পড়াশোনা করেছেন। বলিউড সেলিব্রিটি সারা আলি খান সুযোগ পেলেও ভর্ত্তি হননি সেখানে। এদিকে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) মেয়ে সানা গাঙ্গুলি এখন পড়াশোনা করছেন সেখানেই। আর তার খরচ জানলে চমকে উঠবেন আপনি।

sana ganguly

অবশ্য শুধুমাত্র পড়াশোনার খরচই নয়, একইসাথে বিশ্ববিদ্যালয়কেও বেশ মোটা অংকের টাকা ফি হিসেবে দিতে হয়। জানিয়ে রাখি অক্সফোর্ড বিশ্বের ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে তিন বছর পড়ার জন্য দিতে হবে ১ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা! এর সাথে যোগ হকবে টিউশন ও বিদ্যালয় ফি এবং থাকা-খাওয়ার খরচ।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button