উসকো খুসকো চুল, খোঁচা খোঁচা দাঁড়ি! এ কী হল সৌরভের! ভক্তদের চিন্তা বাড়ালেন মহারাজ

সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) নিজের দাঁড়ি এবং লুক নিয়ে বরাবরই বেশ সচেতন। বেশিরভাগ সময়ই তাকে দেখা গিয়েছে একদম নিপাট ভদ্র বাঙালি সন্তানের মত ক্লিন শেভ লুকে। কিন্তু এবার হঠাৎই তাকে দাঁড়ি রাখতে দেখায় কিছুটা হতভম্ব তার অনুরাগীরাও। তবে কি এবার ট্রেন্ডে গা ভাসালেন স্বয়ং সৌরভ গাঙ্গুলি!

দেশজুড়ে সামনেই আসতে চলেছে উৎসবের মরশুম। আর বাংলা জুড়ে তোড়জোড় শুরু হয়েছে উমার বাপের বাড়ি ফেরার। আর এই দুর্গোৎসবের প্রাক্কালে মহারাজকে দেখা গিয়েছে নবরূপে। দাঁড়ি ভর্তি মুখের সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

অনেকেই অবশ্য তার এই লুক দেখে কিছুটা হকচকিয়ে গিয়েছেন। নিপাট ভদ্রলোক এর মত ক্লিন শেভ বাদ দিয়ে হঠাৎ এরকম মুখভর্তি দাঁড়ি রাখার কারণ খুঁজে পাচ্ছিলেন না অনেকে। কিন্তু শেষমেষ জানা গিয়েছে কেন তিনি দাঁড়ি রেখেছিলেন।

আসলে এক বিজ্ঞাপনী শুটের কারণেই সৌরভকে গাল ভর্তি দাড়ি রাখতে হয়েছিল। একটি বিজ্ঞাপনী শুটে তাকে দেখতে পাওয়ায় সবাই ব্যাপারটা বুঝতে পারে। কিন্তু অনুরাগীরা ইতিমধ্যেই দাদার সেই নবরূপকে বেশ পছন্দ করে ফেলেছেন। শুধু তাই না, খোদ মহারাজের পছন্দ হয়েছে এই লুক।

a2 6

জানা যাচ্ছে এবার থেকে নবরূপে দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। আপাতত আরও এক বছর সৌরভের গাল ভর্তি দাড়ির এই লুকই দেখতে পাবেন দর্শকরা। অর্থাৎ তিনিও এবার ট্রেন্ড-এ গা ভাসালেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button