স্ত্রী ডোনা নন, এবার এই সুন্দরীর সঙ্গে প্রেম দিবস পালন সৌরভের! অচেনা মানুষটি কে?

গতকাল ১৪ ফেব্রুয়ারি চিল ভ্যালেন্টাইন্স ডে, বাংলায় হয় প্রেম দিবস। স্টিরিওটিপিক্যাল লোকজন অবশ্য ভ্যালেন্টাইন ডে বলতে বোঝে প্রেমিক এবং প্রেমিকার মধ্যেকার প্রেম। কিন্তু ব্যাপারটা হলো নিজের প্রিয় মানুষদের সাথে সময় কাটানো। আর সদ্যই সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) দেখা গেল তার ভ্যালেন্টাইনের সাথে।

না ডোনা গাঙ্গুলি (Dona Ganguly) নন, মেয়ে সানার সাথে সময় কাটাচ্ছিলেন তিনি। সানা নিজের পড়াশোনার জন্য থাকেন বিদেশে। আর সময় পেলেই সেখানে ঘুরতে যান মহারাজ। ভ্যালেন্টাইন ডে এর দিন একত্রে দেখা গেল দুজনকে। নিজেদের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে এক অচেনা ছেলেকে। তবে এই অচেনা মানুষটি কে সেটা এখনো জানা যায়নি। আর তার পাশেই বসে রয়েছেন মহারাজ কন্যা সানা। পরনে তার হুডি এবং মাথায় রয়েছে টুপি। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, মাই valentine লাঞ্চ উইথ দ্যা বেস্ট ভ্যালেন্টাইন সানু দ্য বেস্ট। মেয়েকে আদর করে সানু দ্য বেস্ট বলে ডেকেছেন সৌরভ গাঙ্গুলি।

প্রসঙ্গত এবার শীঘ্রই বায়োপিকে দেখা যাবে বাংলার মহারাজকে। কিছুসময়ের মধ্যে স্ক্রিপ্ট লেখা ফাইনাল হলেই ছবি নির্মাণ শুরু হয়ে যাবে। কে সেই চরিত্রে অভিনয় করবেন সেটা অবশ্য এখনো জানা যায়নি। তবে এবার ভক্তদের আশা শীঘ্রই বড়পর্দায় দেখা যাবে তাকে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button