মেয়ে গ্র্যাজুয়েট হওয়ায় কী উপহার দিলেন মহারাজ? হাটে হাঁড়ি ভাঙলেন সৌরভ পত্নী ডোনা

ভারতীয় ক্রিকেট দলের (India national cricket team)  প্রাক্তন অধিনায়ক (Captain) সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) ও ডোনা গাঙ্গুলি (Dona Ganguly) এখন একদম গর্বিত বাবা-মা। কারণ কেন জানেন? কারণ লন্ডনের বিখ্যাত বিশ্ববিদ্যলয় UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক হলেন তাঁদের একমাত্র কন্যা সানা গাঙ্গুলি (Sana Ganguly)। সৌরভ ও ডোনা দুজনেরই সোশ্যাল মিডিয়ায় মেয়ের সমাবর্তন অনুষ্ঠানের ভিডিও থেকে শুরু করে কিছু ছবি শেয়ার হতে দেখা গিয়েছে। সানা গাঙ্গুলি অর্থনীতি নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। সানা গ্র্যাজুয়েশনে ভালো করেছে বলে জানিয়েছেন গর্বিত বাবা ও মা।

সৌরভ ও ডোনা দুজনেই লিখেছেন, ‘সেই ছোট্ট মেয়েটি… সে এখন গ্র্যাজুয়েট।‘ বাবা-মায়ের ভালোবাসার পোস্টের অর্থ হয়তো এটাই। মহারাজের মেয়ে এখন স্নাতক। ঐতিহ্যবাহী পোশাক পরে সৌরভ গাঙ্গুলি ও ডোনার মাঝখানে দাঁড়িয়ে আছেন সানা। হাসিমুখে পোজও দিতে দেখা গিয়েছে সানাকে। তিনি ইংল্যান্ডে পড়াশোনা করছেন। সানার গ্র্যাজুয়েশন রেজাল্ট এসেছে কয়েকদিন আগেই।

সৌরভ গাঙ্গুলি সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সমাবর্তন অনুষ্ঠান। এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।‘ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মেয়ের এহেন সাফল্যে বাবা মা হিসেবে মেয়েকে কি তাঁরা কোনওরকম বিশেষ উপহার দিয়েছেন? এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন সৌরভ পত্নী ও বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি।

তিনি জানিয়েছেন, সৌরভ বা ডোনা কেউই এখনও পর্যন্ত সানাকে কোনও বিশেষ উপহার দেননি। বরং সানা যাতে আরও ভালো শিক্ষা লাভ করতে পারে বা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে তা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। লন্ডনের যে বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে সেখানেই উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করবে সানা। আপাতত লন্ডন থেকেই করবে সে এমএসসি। এদিকে মহারাজের কন্যার এহেন সাফল্যে খুশি সকলে।

সেদিনের বিশেষ মুহূর্তটি কেমন ছিল? এই বিষয়ে ডোনা জানান, “আমি আমার বন্ধুদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। আবার একটি ফটোশ্যুট হয়েছিল। সেখানে তাদের অনেক নিয়ম আছে। যা সেদিনই করতে হবে। এটা করতে করতেই পুরো দিন কেটে গেল। লন্ডনে এখন প্রচণ্ড গরম। আমরাও খুব ক্লান্ত ছিলাম।” কলেজে থাকাকালীন সানা গাঙ্গুলি বেশ কয়েকটি ইন্টার্নশিপ সম্পন্ন করেছিলেন সানা। PwC-তে ইন্টার্নশিপ করার সময় মাস প্রতি আড়াই লক্ষ টাকা বেতন পেতেন সানা বলে খবর।