বড় উপহার! এবার ধুলো উড়িয়ে পশ্চিমবঙ্গের বুক চিরে চলবে ‘হাইড্রোজেন ট্রেন”, রুটও জানিয়ে দিল রেল

শুধু বিদেশের মাটিতেই নয়, এবার ভারতের (India) রেল ট্র্যাকেও ছুটবে হাইড্রোজেন ট্রেন (Hydrail)। সম্প্রতি এমনই ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার কোন কোন রুটে এই ট্রেন ছুটবে তাও জানা গেল। চলতি বছরের বাজেটের সময়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) রেলের (Indian Railways) জন্য বরাদ্দ বাজেট নিয়ে আনন্দ প্রকাশ করে হাইড্রোজেন ট্রেনের ঘোষণা করেছিলেন। এরপর থেকেই আশায় বুক বেঁধেছিলেন গোটা দেশবাসী।

সম্প্রতি লোকসভার রেলওয়ের স্থায়ী কমিটি তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে রেল প্রতি ট্রেনে ৮০ কোটি টাকা এবং স্থল পরিকাঠামো প্রতি ৭০ কোটি টাকা ব্যয়ে ৩৫টি হাইড্রোজেন ট্রেন নামানো হবে ভারতের বুকে। সমস্ত হাইড্রোজেন চালিত ট্রেন ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় ভারতে তৈরি করা হবে।  হাইড্রোজেন ট্রেন চালানোর ফলে দেশে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। হাইড্রোজেন ট্রেনটি হাইড্রোজেন ফুয়েল সেল দিয়ে চলবে। এই ট্রেনটি মোটেও কার্বনডাই অক্সাইড নির্গত করবে না বলেও খবর। এসবের মাঝেই কোন কোন রুটে এই ট্রেন চলতে পারে তা জানা গেল।

modi hydrogen train

আর আপনিও যদি পশ্চিমবঙ্গবাসী (West Bengal) হয়ে থাকেন তাহলে আপনারও বুক গর্বে ফুলে উঠবে। কারণ এই হাইড্রোজেন ট্রেন ছুটবে বাংলার বুকেও। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যে হেরিটেজ রেল রুটগুলিতে হাইড্রোজেন-জ্বালানির ট্রেনগুলি চলবে সেগুলি হল মাথেরান হিল রেলওয়ে, দার্জিলিং হিমালয় রেলওয়ে, কালকা সিমলা রেলওয়ে, কাংরা ভ্যালি, বিলমোরা ওয়াঘাই, পাতাপালপানি কালাকুন্ড, নীলগিরি মাউন্টেন রেলওয়ে এবং মাড়োয়ার-গোরাম ঘাট রেলওয়ে।

আরও পড়ুনঃ ৬ বার লটারি কেটেও আসেনি সাফল্য, এবার ভিন্ন উপায়েই খুলে গেল ভাগ্য! বীরভূমের গোলাপ এখন …

প্রতিটি ট্রেনে ৬টি করে কামরা থাকবে বলে খবর। ওই কমিটি নিজেদের রিপোর্টে বলেছে যে একবার এটি চালু হলে এটি সবুজ শক্তির দিকে অনেক দূর এবং সঠিক পথে যাবে।