ভুলা যান গোয়া, এবার দিঘার সমুদ্রেই ঘুরতে পারবেন প্রমোদতরী করে! কত হবে খরচ?

সামনেই দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোকে ঘিরে মানুষের কত কিছু যে প্ল্যান হয়ে রয়েছে তার ইয়ত্তা নেই। সারা বছর মানুষ পুজোর এই পাঁচটা দিনের জন্যই অপেক্ষা করে থাকেন। ইতিমধ্যেই বহু মানুষ পুজোয় কিভাবে, কোথায় ঘুরবেন সেই নিয়ে প্ল্যান তৈরি করে ফেলেছেন। এমনকি পুজোর কেনাকাটিও শুরু হয়ে গিয়েছে।

   

রাস্তার রাস্তা ভিড় ইতিমধ্যেই উপচে পড়েছে অনেকেই আছেন যারা পুজোর কটা দিন শহর অথবা গ্রামে ঘুরতে যেতে ভালোবাসেন। আবার অনেকেই আছেন যারা পুজোর কটা দিন একটু নিরিবিলিতে বাইরে গিয়ে কাটাতে স্বাচ্ছন্দ বোধ করেন। আপনিও কি পূজোর কয়েকটা দিন বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য রইল এক দারুণ সুখবর।

আপনিও যদি পশ্চিমবঙ্গের (West Bengal) মধ্যে থেকেই গোয়ার (Goa) আনন্দ নিতে চান তাহলে এই খবরটি রইল শুধুমাত্র আপনার জন্য। হ্যাঁ এবার পশ্চিমবঙ্গেই আপনি গোয়ার ফিল পেয়ে যাবেন। তার জন্য আপনাকে যেতে হবে দিঘাতে (Digha)। কারণ এখানেই দুর্গাপুজোর সময় আপনি লাক্সারি ক্রুজের সফর করতে পারবেন। শুনতে অবিশ্বাস্যকর মনে হল এটাই সত্যি।

যত সময় এগোচ্ছে পর্যটকদের জন্য ততই যারা নতুন নতুন রূপে সেজে উঠছে সৈকত সুন্দরী দীঘা। সারা বছরই পর্যটকদের উপচে ভিড় এখানে চোখে পড়ে। এদিকে দুর্গাপুজোকে ঘিরে ইতিমধ্যেই দিঘার হোটেল গুলিতে বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে পুজোতে যারা দীঘা ঘুরতে যাবেন এবার তাদের জন্য রয়েছে এক দারুন চমক পর্যটকরা এবার লাক্সারি ক্রুজের আনন্দ নিতে পারবেন ইতিমধ্যেই এই প্রমোদতরী প্রস্তুতির চূড়ান্ত কাজ চলছে প্রশাসনের তরফে।

digha sea daae

৮০ জন থাকতে পারবেন এমনকি এই ক্রুসে বিশেষ পার্টিরও আয়োজন করা যাবে। এই ক্রুজটির নাম হতে চলেছে ‘এমভি নিবেদিতা’। ওল্ড দিঘার নয়াখালি মন্দির থেকে শুরু হয়ে ২৯ কিলোমিটার জুড়ে চলবে এই যাত্রা। ওল্ড দিঘা থেকে মেরিন ড্রাইভ, শঙ্করপুর, মন্দারমণির পাশাপাশি খাড়ি এলাকাগুলিতে ঘুরবে এই ক্রুজ। যদিও দিঘার বুকে এই ক্রুজের আনন্দ নিতে গেলে পর্যটকদের পকেট থেকে কত টাকা খসবে সেই সম্পর্কে এখনও অবধি কিছু জানা যায়নি।