গুগলে ২ কোটি টাকার চাকরি পেয়েছেন ছেলে, তবুও অঙ্গনওয়াড়ির কাজ করেই সংসার চালাতে চান মা

এবার পুজোর আগেই দারুণ খবর নিয়ে হাজির হলেন রামপুরহাটের বিশাখ মন্ডল। চিনতে পারলেন না কে এই বিশাখ? তিনি সেই কৃতি ছাত্র, যে একইসাথে ফেসবুক এবং গুগলের মত দুই নামী সংস্থায় মোটা বেতনের চাকরি পেয়েছিলেন। বাংলার এই কৃতি ছাত্রের পড়াশোনা যাদবপুর থেকেই। সেখান থেকে পড়ে বেরিয়েই প্রথমে ফেসবুক আর এরপর গুগলে চাকরি পেয়েছেন তিনি।

গত ৫ সেপ্টেম্বর বিদেশ পাড়ি দিয়েছেন গুগলে কাজ করার জন্য। পুজোর আগেই যেতে হয়েছে কাজের জন্য। কিন্তু ছেলে গুগলে মোটা অংকের মাইনে পেলে কি হবে, মা অঙ্গনওয়াড়ির কাজ ছাড়তে নারাজ। তবে মায়ের সেই সিদ্ধান্তে কোনো মন্তব্য করেননি বিশাখ মন্ডল। এদিকে জানা যাচ্ছে যে, তার বার্ষিক প্যাকেজ প্রায় ২ কোটি টাকা!

ছেলে গুগলে কাজ করার জন্য লন্ডনবাসী হলে কী হবে! তার মা শিবানীদেবী অঙ্গনওয়াড়ির চাকরি ছাড়তে নারাজ। তিনিও নিজের কাজে দারুণ ব্যস্ত। ছেলের সাথে ওই ভিডিওকলে যেটুকু কথা হয়। আসলে নিজের কাজ ছেড়ে বাড়িতে বসে থাকতে নারাজ শিবানীদেবী, তাই এমন সিদ্ধান্ত তার।

bisakh

প্রসঙ্গত বিশাখ হলেন রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র। পরবর্তীকালে তিনি যাদবপুরে ভর্ত্তি হয়েছেন। ছোট থেকেই মেধাবী বিশাখ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে যোগ দিয়েছেন গুগলে। নিজের চাকরি নিয়ে বিশাখ বলেন যে, “ছেলেবেলা থেকেই মা-বাবাকে কষ্ট করতে দেখেছি। কেউ আমার উপর প্রত্যাশার চাপ দেননি। আমি যাতে মানুষের মতো মানুষ হতে পারি সেকথাই তাঁদের মুখে শুনে এসেছি বরাবর। সেটাই আমার লক্ষ্য ছিল। ”

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button